Dev

রুক্মিণীকে নিয়ে কলকাতায় ফিরেই হাসপাতালে ছুটলেন দেব, কী এমন বিপদ হল অভিনেতার পরিবারে?

বিদেশে ছুটি কাটিয়ে বুধবার কলকাতায় ফেরেন দেব। শহরে ফিরতে না ফিরতেই অধিকারী পরিবারে বিপত্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৩:১৬
Share:

অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ছবি: সংগৃহীত।

হাতে দিন কয়েকের অবসর ছিল। ছুটি কাটাতে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন অভিনেতা, সাংসদ দেব। যদিও কোথায় গিয়েছিলেন তা প্রকাশ্যে আনেননি তাঁরা। বিদেশ থেকেই শামিল হয়েছেন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে। বুধবার ফেরেন কলকাতায়। শহরে ফিরতে না ফিরতেই অধিকারী পরিবারে নেমে এল বিপদ। অসুস্থ হয়ে পড়লেন দেবের বাবা গুরুপদ অধিকারী। তাঁকে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে।

Advertisement

বাবার সঙ্গে দেব। ছবি: সংগৃহীত।

চলচ্চিত্র মহল সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়েছে তাঁর। আপাতত রিপোর্টের অপেক্ষায় পরিবার। তার উপর ভিত্তি করেই ঠিক হবে, আদৌ অস্ত্রোপচার হবে কি না! এই মুহূর্তে হাসপাতালে দেব একা নন। সঙ্গে রয়েছেন রুক্মিণী ও তাঁর বোন। প্রসঙ্গত, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কর্ণধার দেবের বাবা গুরুপদ অধিকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement