অনুপমের গলায় এ বার শাহরুখের গান

শাহরুখের গান এ বার অনুপমের গলায়। কী ভাবে জানেন? বলিউড বাদশার আসন্ন ছবি ‘ফ্যান’-এর থিম সং ‘জাবরা ফ্যান’ এ বার রেকর্ড হল বাংলা, ভোজপুরি, গুজরাটি এবং পঞ্জাবি ভাষায়। এর মধ্যে বাংলা গানটি গেয়েছেন অনুপম। বাংলায় ফ্যানের জন্য সুর দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৪
Share:

শাহরুখ খানের গান এ বার অনুপমের গলায়। কী ভাবে জানেন? বলিউড বাদশার আসন্ন ছবি ‘ফ্যান’-এর থিম সং ‘জাবরা ফ্যান’ এ বার রেকর্ড হল বাংলা, ভোজপুরি, গুজরাটি এবং পঞ্জাবি ভাষায়। এর মধ্যে বাংলা গানটি গেয়েছেন অনুপম। ভোজপুরিতে মনোজ তিওয়ারির কণ্ঠে শোনা যাবে গানটি। পঞ্জাবিতে গেয়েছেন হরভজন মনর। ‘ফ্যান’-এর সঙ্গীত পরিচালক শিখর জানিয়েছেন, ‘‘প্রমোশনের জন্যই গানটি বিভিন্ন ভাষায় রেকর্ড করানো হচ্ছে।’’ ছবির সঙ্গে যুক্ত অনেকেই বলছেন, বিভিন্ন ভাষায় এই গান রেকর্ড করার আইডিয়া অভিনব। বিভিন্ন ভাষার গায়করা এই গান গাওয়ার ফলে এর জনপ্রিয়তা কয়েকগুণ বাড়বে। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Advertisement

আরও পড়ুন

আমিরের পাশে এসে দাঁড়ালেন শাহরুখ খান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement