‘কমেডিয়ান’ নন, ‘অভিনেতা’ হিসাবে পরিচিতি চান সঞ্জয়

আগে ‘অভিনেতা’। পরে ‘কমেডিয়ান’। সিনেমা জগতে এই সহজ নিয়মটা হয়ত খাটে না। একবার নামের আগে ‘কমেডিয়ান’ ট্যাগ লেগে গেলে, তা থেকে বেরিয়ে আসতে প্রাণান্ত ঘটে যায় অভিনেতার। এ বার সেই ট্যাগ থেকেই কি বেরিয়ে আসতে চাইছেন সঞ্জয় মিশ্র? ‘গোলমাল’ সিরিজ, ‘অল দ্য বেস্ট: ফান বিগিনস’— খ্যাত সঞ্জয়ের ইচ্ছে, ‘কমেডিয়ান’ নয়, তাঁর মূল্যায়ন হোক ‘অভিনেতা’ হিসেবেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০০:০০
Share:

আগে ‘অভিনেতা’। পরে ‘কমেডিয়ান’। সিনেমা জগতে এই সহজ নিয়মটা হয়ত খাটে না। একবার নামের আগে ‘কমেডিয়ান’ ট্যাগ লেগে গেলে, তা থেকে বেরিয়ে আসতে প্রাণান্ত ঘটে যায় অভিনেতার। এ বার সেই ট্যাগ থেকেই কি বেরিয়ে আসতে চাইছেন সঞ্জয় মিশ্র? ‘গোলমাল’ সিরিজ, ‘অল দ্য বেস্ট: ফান বিগিনস’— খ্যাত সঞ্জয়ের ইচ্ছে, ‘কমেডিয়ান’ নয়, তাঁর মূল্যায়ন হোক ‘অভিনেতা’ হিসেবেই। ‘অফিস অফিস’ টিভি সিরিয়ালে শুক্ল নামের এক পান-চিবোনো কেরানির ভূমিকায় প্রথম নজর কাড়েন সঞ্জয়। ২০১৪-এ রজত কপূরের ‘আঁখো দেখি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘ফাঁস গয়ে রে ওবামা’ এবং হালফিলের ‘দম লাগাকে হাঁইসা’-র কারণে সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন ৫১ বছরের এই অভিনেতা। সঞ্জয় আরও জানিয়েছেন, ‘আঁখো দেখি’ অথবা ‘দম লাগাকে হাঁইসা’-র মতো ছবি নায়ক নির্ভর মশলা ছবির প্রবণতার থেকে একেবারেই বাইরে। এই জাতীয় ছবির সাফল্যই প্রমাণ করে, ভারতীয় সিনেমা তার সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পর্যায়ে ছবির গল্পই আসল নায়ক। সঞ্জয়ের আসন্ন ছবি নীরজ ঘেওয়ানের ‘মশান’। ছবিটি ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে দু’টি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে। এই ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করেছেন রিচা চাড্ডা, ভিকি কৌশল এবং শ্বেতা ত্রিপাঠী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন