ভাই ফ্রি, তাই ভাইজান’স রেস্তোরাঁয় খান ‘ফ্রি’-তে

তেরো বছর প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি। হিট অ্যান্ড রান মামলায় নির্দোষ প্রমাণিত হলেন সলমন খান। বম্বে হাইকোর্ট রায় ঘোষণার পরই উদযাপনে মেতেছেন সলমনের ফ্যানেরা। ভাইজান’স রেস্তোরাঁয় আজ খেয়ে যেমন খুশি বিল দিতে পারবেন ক্রেতারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:৩১
Share:

তেরো বছর প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি। হিট অ্যান্ড রান মামলায় নির্দোষ প্রমাণিত হলেন সলমন খান। বম্বে হাইকোর্ট রায় ঘোষণার পরই উদযাপনে মেতেছেন সলমনের ফ্যানেরা। ভাইজান’স রেস্তোরাঁয় আজ খেয়ে যেমন খুশি বিল দিতে পারবেন ক্রেতারা। আবার রাজধানীর জাইকা রেস্তোরাঁয় আজ সব খাবারে ৫০ শতাংশ ছাড়। সপ্তাহে সাত দিনে সাত রকম বিরিয়ানি পরিবেশন করে এই রেস্তোরাঁ।

Advertisement

ভাইজান’স রেস্তোরাঁর মালিক রাহুল কানাল বলেন, ‘‘আমাদের স্টার, আমাদের ভাই সব অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। আমরা আজ খুব খুশি। উনি অনেক কিছু সহ্য করেছেন। আজ আমরা ওনার সব ভক্তদের জন্য, আমাদের সব ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছি। আজ যাঁরা খেতে আসবেন তাঁরা নিজেদের ইচ্ছা মতো বিল দেবেন। কেউ যদি এক টাকাও দেন তাতেও আমরা খুশি। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। আজ শুধু উদযাপন করতে চাই।’’

অন্য দিকে নয়া দিল্লির জাইকা রেস্তোরাঁর মালিক আমির সিদ্দিকি বলেন, ‘‘ভাই বিরিয়ানি খেতে খুব ভালবাসেন। সেই কারণেও আমরা সাত দিনে সাত বিরিয়ানির রেওয়াজ চালু করেছি। আজ ভাই নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাই আমরা ৫০ শতাংশ ছাড় দিচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement