Ushasie Chakraborty

Bhai Phnota 2021: দূর দূরান্ত থেকে ‘জুন আন্টি’র ফোঁটা নিতে হাজির ভাইরা

সাবেক সাজে ঊষসী। ধান-দুব্বো, প্রদীপে থালা সাজিয়ে ফোঁটা দিলেন ভাইকে। হাতে হাতে উঠল মিষ্টি। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ২১:০৬
Share:
Advertisement

শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে দিদির কাছে কলকাতায় ছুট ভাইয়ের। ‘জুন আন্টি’-র ভাই বলে কথা! দূরত্ব কবেই বা হারাতে পেরেছে ভাইবোনের টানকে! হলও তা-ই। ঊষসী চক্রবর্তীর কাছ থেকে ভাইফোঁটা নিতে দূর দূরান্ত থেকে ভাইদের সমাবেশ হল তাঁর বাড়িতে।

সাদার উপর গোলাপি রঙে ফুলের নকশা। সাবেক সাজে ঊষসী। ধান-দুব্বো, প্রদীপে থালা সাজিয়ে ফোঁটা দিলেন ভাইকে। হাতে হাতে উঠল মিষ্টি।

আনন্দবাজার অনলাইনে ভাইদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন ঊষসী। তিন ভাইকে ফোঁটা দিলেন দিদি। কেউ আগে নিয়েছেন। কেউ বা এই প্রথম ফোঁটা নিলেন ঊষসীর হাতে। জমজমাটি আড্ডা আর খাওয়া দাওয়া। অঢেল মজায় কাটল ‘জুন আন্টি’র ভাইফোঁটা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement