Pawan Singh Again Made Headline

লাগাতার ফোন, খুনের হুমকি! সলমনের সঙ্গে কাজ করে বিশ্নোইয়ের নিশানায় অভিনেতা-রাজনীতিবিদ পবন?

খবর, পবন ‘বিগ বস্ ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে সলমনের সঙ্গে পর্দাভাগ করেছিলেন। তার পর থেকেই নাকি পরিস্থিতি বদলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪২
Share:

সলমন খানের ‘বিগ বস্’-এ পবন সিংহ। ছবি: ফেসবুক।

সলমন খানের সংস্পর্শে থাকা মানেই কি প্রাণের আশঙ্কা? সাম্প্রতিক কালে একের পর এক ঘটে যাওয়া ঘটনা তেমনই ইঙ্গিত করছে। যাঁরাই অভিনেতার নিকটে গিয়েছেন, তাঁরাই গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। খবর, সেই তালিকায় নতুন সংযোজন পবন সিংহ।

Advertisement

অভিনেতা-রাজনীতিবিদ সদ্য যোগ দিয়েছিলেন ‘বিগ বস্‌ ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে। সেখানে সলমনের সঙ্গে পর্দাভাগ করেন। অভিনেতা-রাজনীতিবিদ জানিয়েছেন, তার পর থেকেই ক্রমাগত ফোন, খুনের হুমকিবার্তা পাচ্ছেন! কখনও তাঁর সহকারীদের কাছে ফোন আসছে। কখনও হোয়াটস্‌অ্যাপ বার্তা। সংবাদমাধ্যমকে পবন নিজে জানিয়েছেন, বার্তাপ্রেরক বার বার কুখ্যাত গ্যাংস্টারের দলীয় সদস্য হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। শুধুই হুমকি নয়, মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগও করেছেন তিনি।

এর পরেই অভিনেতা-রাজনীতিবিদ প্রশাসনের দ্বারস্থ হন বলে খবর। অভিযোগ দায়ের করেন ওশিয়ারা থানায়। পুলিশ আধিকারিক দীক্ষিত গেদাম লিখিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পবন সিংহের পক্ষ থেকে তাঁর আপ্তসহায়ক এন কুমার সিংহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে লেখা, পবন সিংহের এক দলীয় সদস্য প্রিয়াংশু সিংহ রবিবার রাত থেকে ক্রমাগত ফোন এবং হুমকি পাচ্ছেন। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছে বলে অভিযোগ। বার্তাপ্রেরক নিজেকে লরেন্স বিশ্নোইয়ের দলীয় সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement