Entertainment

মুক্তি পেল সঞ্জয় দত্তর অ্যাকশন প্যাক্‌ড ছবি ‘ভূমি’-র ট্রেলার

আপাদমস্তক অ্যাকশনে মোড়া এ ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, মেয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েন প্রৌঢ় বাবা। আর তাঁর লড়াইয়েই জমে উঠেছে ছবির গল্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০৯:৪৭
Share:

বড় পর্দায় ফের স্বমহিমায় হাজির সঞ্জয় দত্ত। সৌজন্যে পরিচালক উমঙ্গ কুমারের ‘ভূমি’।

Advertisement

সদ্য মুক্তি পাওয়া ‘ভূমি’-র ট্রেলারে উঠে এসেছে বাবা-মেয়ের কাহিনী। ছবিতে সঞ্জয় দত্তর মেয়ের ভূমিকায় দেখা যাবে অদিতি রাও হায়দরিকে।

আপাদমস্তক অ্যাকশনে মোড়া এ ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, মেয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েন প্রৌঢ় বাবা। আর তাঁর লড়াইয়েই জমে উঠেছে ছবির গল্প। ছবিতে নেগেটিভ চরিত্রে রয়েছেন শরদ কেলকার। মেয়ের লড়াই আদালত আর সমাজের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। মেয়ের সে লড়াইয়ে বাবাও আদালতে মুখ খুলেছেন।

Advertisement

আরও পড়ুন:
অক্ষয় কুমারের ‘টয়লেট: এক প্রেম কথা’ কি শৌচালয় তৈরির অনুপ্রেরণা জোগাবে?

টিপ টিপ বরষা পানির সঙ্গে ‘রোবট’ নাচ, ইন্টারনেটে ভাইরাল ডিটো, দেখুন ভিডিও

এ ছবিতে সঞ্জয় দত্তের বন্ধুর ভূমিকায় দেখা যাবে শেখর সুমনকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে দেখে নেওয়া যাক ‘ভূমি’-র ট্রেলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement