Entertainment News

অক্ষয়-ভূমির ‘টয়লেট’ প্রেম!

এ বার প্রেম ‘টয়লেটে’ও! শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ঘটতে চলেছে। ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পকে মাথায় রেখে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে। যার নাম ‘টয়লেট: এক প্রেম কথা’। সেখানে জুটি বাঁধবেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ১০:১২
Share:

এ বার প্রেম ‘টয়লেটে’ও! শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ঘটতে চলেছে। ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পকে মাথায় রেখে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে। যার নাম ‘টয়লেট: এক প্রেম কথা’। সেখানে জুটি বাঁধবেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর।

Advertisement

‘স্পেশাল ২৬’, ‘বেবি’র পর ‘রুস্তম’ দিয়ে নীরজ-অক্ষয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ হয়েছে৷ সেই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে এ বার ‘টয়লেট’। ছবিটি মুক্তি পেতে পারে ২০১৭-এর শেষ দিকে৷

‘দম লাগাকে হাইসা’ দিয়ে বলিউডে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ভূমি। তাই এ ছবিতেও তাঁর কাছে থেকে দুরন্ত পারফরম্যান্স আশা করছেন সকলে। অক্ষয়ের সঙ্গে তাঁর জুটি একেবারে নতুন। কিন্তু ছবির গল্পে অভিনবত্ব থাকার কারণে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাবে বলেই মনে করছেন বলিউডের একটা বিরাট অংশ।

Advertisement

আরও পড়ুন, অক্ষয় বার বার প্যান্ট টেনে তুলছেন কেন? ফাঁস করলেন ইলিয়ানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement