ফের ভূমিকন্যার শুটিং বন্ধ

’পক্ষের দোষারোপে স্পষ্ট নয়, কার নির্দেশে বন্ধ হল শুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩২
Share:

শুটিংয়ের একটি দৃশ্য।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ সত্ত্বেও বন্ধ হল টেলিভিশন শো ‘ভূমিকন্যা’র শুটিং। অভিযোগ, জুনিয়র টেকনিশিয়ানরা বকেয়া টাকা পাননি। মঙ্গলবার বানতলায় চলছিল অরিন্দম শীল পরিচালিত এই টেলি সিরিজ়ের শুটিং। কিন্তু আচমকাই তা বন্ধ করে দেওয়া হয়। অরিন্দমের বক্তব্য, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়র্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে। অন্য দিকে ফেডারেশন বলছে, প্রযোজকরাই প্যাকআপ ঘোষণা করেছেন। দু’পক্ষের দোষারোপে স্পষ্ট নয়, কার নির্দেশে বন্ধ হল শুটিং।

Advertisement

কিছু দিন আগেই বকেয়া টাকা, শুটিংয়ের সময় নিয়ে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের ঝামেলার জেরে বন্ধ ছিল শুটিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শুরু হয় শুটিং। একটি কমিটি করে সব সমস্যার সমাধান করার নির্দেশ দেন তিনি। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বন্ধ হল শুটিং। অরিন্দমের বক্তব্য, ‘‘আমি কোনও দিন কারও পেমেন্ট বাকি রাখি না। জুনিয়র টেকনিশিয়ানদের ১২ দিনের টাকা বাকি আছে, সেটা শুক্রবার দিয়ে দেব বলেছি। এর মধ্যে আজ ফেডারেশন থেকে ফোন করে শুটিং বন্ধ করে দিতে বলা হয়। আমার সেটের কোনও টেকনিশিয়ানের কোনও অভিযোগ নেই। কিন্তু ফে়ডারেশন শুটিং বন্ধ করতে বললে ওরা কী করবে!’’

কাজ বন্ধ হয়ে যাওয়ায় দু’-আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানালেন অরিন্দম। বিষয়টি তিনি অরূপ বিশ্বাস ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এ দিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটক কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন। তাঁর বক্তব্য, ‘‘আমরা শুটিং বন্ধ করিনি। প্রযোজকই প্যাকআপ করেছেন। টেকনিশিয়ানরা টাকা চাইতে গেলে যদি কেউ প্যাকআপ করে দেয়, তা হলে আমাদের কিছু বলার নেই।’’
দোষারোপের পালা চলছেই। আদৌ এর সমাধান সম্ভব কি না হদিস নেই কারও কাছেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement