Entertainment News

নিকের সঙ্গে ডেটে যেতে চান এক বলি নায়িকা! কে তিনি?

‘জোনাস ব্রাদার্স’ ব্যান্ডে গান গাইতেন নিক। গান শুনে বিশ্বের বহু তরুণী তাঁর প্রেমে পড়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৭:৫৩
Share:

দম্পতি।

২০১৮-র ডিসেম্বরে মার্কিন পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বিয়ের আগে তাঁদের প্রেমের খবরও ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে হওয়ার পরও নায়িকারই এক সহকর্মী নাকি নিকের সঙ্গে ডেটে যেতে চান। সদ্য এই গোপন ইচ্ছের কথা প্রকাশ্যে এনেছেন সেই অভিনেত্রী। জানেন, তিনি কে?

Advertisement

সেই অভিনেত্রী হলেন ভূমি পেডেনকর। কর্ণ জোহরের চ্যাট শোয়ে হাজির হয়ে এই গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন ভূমি।

কার প্রেমিক বা বরের সঙ্গে ডেট করতে চান, কর্ণ প্রশ্ন করেন ভূমিকে। নায়িকা চটজলদি উত্তর দেন, ‘‘নিক জোনাস। ওর গান শুনে বড় হয়েছে। ওর মধ্যে অন্যরকম একটা মাদকতা রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন, ফোন হ্যাক, নায়িকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস!

‘জোনাস ব্রাদার্স’ ব্যান্ডে গান গাইতেন নিক। গান শুনে বিশ্বের বহু তরুণী তাঁর প্রেমে পড়েছেন। ভূমিও ব্যতিক্রম নন। কিন্তু ভূমির এই গোপন ইচ্ছের কথা প্রিয়ঙ্কা আপনি জানেন তো?


ভূমি পেডেনকর।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement