Entertainment News

বিগ বসের ঘরে কেন শিল্পাকে ব্ল্যাকমেল করছেন বিকাশ?

সাম্প্রতিক একটি এপিসোডে দুই সেলিব্রিটির অশান্তি যেন একটু বেশিই ‘ব্যক্তিগত’ হয়ে পড়েছিলেন। শিল্পা ও বিকাশ দু’জনেই ঝগড়ার মাঝে টেনে এনেছিলেন হাউজের বাইরের দুই সদস্যকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৭:১৭
Share:

বিগ বস ১১-র ঘরে শিল্পা ও বিকাশের অশান্তি তুঙ্গে।

বিগ বস মানেই বিতর্ক। তবে এবারের একাদশ সিজন যেন সব পর্বকে হার মানিয়েছে। শুরু থেকেই বিগ বস ১১-র ঘরে নানা অশান্তি।

Advertisement

গত সপ্তাহের ‘উইকেন্ড কা ওয়ার’-এ শো-সঞ্চালক সলমন খান বার বার প্রতিযোগীদের বলেছিলেন খেলায় ব্যক্তিগত আক্রমণ না করতে।তবে হিন্দি ধারাবাহিকখ্যাত দুই সেলিব্রিটি ফের ব্যক্তিগত ঘটনার কথা উস্কে দিয়েই বিতর্কের ঝাঁঝ বাড়িয়ে তুলেছেন। গেম শো-তে টিকে থাকতে ব্যক্তিগত আক্রমণকেই বেছে নিয়েছেন শিল্পা শিন্ডে ও বিকাশ গুপ্ত।

আরও পড়ুন, বিগ বসের অন্দরে অশান্তি, সম্মুখ সমরে কারা?

Advertisement

আরও পড়ুন, ঢিনচ্যাক পূজা সম্পর্কে এই কথাগুলো আপনি জানতেন?

এমনিতেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বহু জলঘোলা হয়েছে। দুই অভিনেতাই বার বার শিরোনামে এসেছেন। বিগ বসের ঘরে গিয়েও দু’জনে ধরা দিলেন তাঁদের চেনা মেজাজে।

সাম্প্রতিক একটি এপিসোডে দুই সেলিব্রিটির অশান্তি যেন একটু বেশিই ‘ব্যক্তিগত’ হয়ে পড়েছিলেন। শিল্পা ও বিকাশ দু’জনেই ঝগড়ার মাঝে টেনে এনেছিলেন হাউজের বাইরের দুই সদস্যকে। শিল্পা বিকাশকে আক্রমণ করতে বলে বসেন পার্থ সমর্থনের নাম। যিনি বিকাশ গুপ্তর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করেছিলেন।

অন্যদিকে, শিল্পাকে প্যাঁচে ফেলতে বিকাশও নিয়েছিলেন ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার। তিনি আবার শিল্পার সামনে হঠাৎ রোমিত রাজের নাম বলে বসেন। যদিও তা নিয়ে বেশি কথা বাড়াননি তিনি। তবে হুমকি দিয়েছেন মুখ খোলার।

ছবিতে উপরের সারিতে বাঁ দিকে প্রথমেই রয়েছেন রোমিত রাজ। ছবি: শিল্পা শিন্ডের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

এখানেই প্রশ্ন উঠছে, তবে কি শিল্পাকে ব্ল্যাকমেল করছেন বিকাশ?

রোমিত রাজ এক জন টেলিভিশন অভিনেতা যাঁর সঙ্গে শিল্পার বিয়ে ‘প্রায়’ হয়েই গিয়েছিল। ২০০৯-এ গোয়ায় গ্র্যান্ড পার্টির মাধ্যমে সেই বিয়ের আয়োজনও হয়েছিল, তবে সেইবিয়ে ভেস্তে যায়। বিয়ে ভাঙার কারণ অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।

এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীদের মধ্যে বিগ বস ১১-র ঘরে বিকাশ ও শিল্পা দু’জনেই রয়েছে শীর্ষ তালিকায়। সলমনের কানে শিল্পা-বিকাশের এই অশান্তি পৌঁছনোর পর আগামী সপ্তাহের ‘উইকেন্ড কা ওয়ার’-এ কী হয় এখন সেদিকেই নজর দর্শকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement