Entertainment News

বিগ বস ১১ জিতলেন ‘ভাবিজি’ শিল্পা

বিগ বস মানেই বিতর্ক। টেলিভিশনের এই বিতর্কিত অথচ জনপ্রিয় শো-এর বিজয়িনী হয়ে স্বাভাবিক ভাবেই খুশি শিল্পা। রবিবার রাতে পুরস্কার জয়ের পর ফ্যানেদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১০:৪০
Share:

‘ভাবিজি’ শিল্পা শিন্ডে। ছবি: টুইটারের সৌজন্যে।

১০৫ দিন, ১৯ জন প্রতিযোগী এবং নানা ধরনের টাস্কের পর শেষ পর্যন্ত বিগ বস ১১ পেল তার এই মরসুমের চ্যাম্পিয়নকে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘ভাবিজি ঘর পর হ্যায়’র শিল্পা শিন্ডের হাতে বিগ বস ১১-র ট্রফি তুলে দিলেন সলমন খান

Advertisement

অফিশিয়াল এই ঘোষণার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়া শিল্পাকেই বেছে নিয়েছিল বিগ বস ১১-র বিজয়ী হিসাবে।

সলমন বলেন, ‘‘কোনও রকম স্ট্র্যাটেজি ছাড়াই বিগ বস ১১-এ ছিলেন শিল্পা। তাঁর বুদ্ধি এবং জনপ্রিয়তায় বিগ বসের সবার প্রিয় হয়ে উঠেছিলেন শিল্পা।’’

Advertisement

‘বিগ বস ১১’য় শিল্পাকে চ্যাম্পিয়ন ঘোষণা করছেন সলমন। প্রথম রানার আপ হিনা খান। ছবি: টুইটারের সৌজন্যে।

শুধু ট্রফি নয়, শিল্পা পেয়েছেন ৪৪ লক্ষ টাকা পুরস্কার এবং অসংখ্য ফ্যানের ভালবাসা। শিল্পার সঙ্গে শেষ পর্যন্ত লড়াইতে টিঁকে ছিলেন টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। হিনা সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের জন্য। বিগ বসের আগে অবশ্য ‘খতরো কে খিলাড়ি’ রিয়্যালিটি শো-তে বিজয়ী হয়েছিলেন হিনা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, শিল্পা শিন্ডেকে এই রূপে দেখেছেন কখনও?

আরও পড়ুন, শুটিংয়ের কাছেই অস্ত্র হাতে কারা? সলমনকে সরিয়ে নিল পুলিশ

ফাইনালের চার জন প্রতিযোগীর মধ্যে পুণীশ শর্মা প্রথমেই বিগ বস হাউজ থেকে বাদ পড়ে যান। এর পরই চলে যেতে হয় বিকাশ গুপ্তকে।

বিগ বস মানেই বিতর্ক। টেলিভিশনের এই বিতর্কিত অথচ জনপ্রিয় শো-এর বিজয়িনী হয়ে স্বাভাবিক ভাবেই খুশি শিল্পা। রবিবার রাতে পুরস্কার জয়ের পর ফ্যানেদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।

রবিবার গ্র্যান্ড ফিনালের আয়োজনও হয়েছিল বেশ বড় করেই। শো-এর সঞ্চালক সলমন খানের পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অক্ষয় কুমার। বিগ বস ১১-র বাকি প্রতিযোগীরাও এ দিন উপস্থিত হয়েছিলেন। তাঁরাও এ দিন পারফর্ম করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন