bipasha basu

মিয়ামি বিচে হট বিপাশা, টেক্কা দিচ্ছেন স্বামী কর্ণও

বিপাশা পোস্ট করেছেন লাল বিকিনিতে তাঁর হট লুকস। কর্ণও বাদ যাননি। শেয়ার করেছেন নিজের অসাধারণ ‘বিল্ট’ বডির একটি ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৭:৫৮
Share:

দম্পতি। ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

পাক্কা ‘ফিটনেস ফ্রিক’! সারা দিন যত ব্যস্ততাই থাকুক না কেন, স্বামী-স্ত্রী দু’জনেই সময় বের করে নেন যোগ বা জিম সেশনের। বেড়াতে গিয়েও জিম-টাইম মিস করেননি বিপাশা-কর্ণের কেউই।

Advertisement

আরও পড়ুন, আরবাজের জন্মদিনে স্পেশাল পার্টির আয়োজন করলেন মালাইকা!

আইফার অনুষ্ঠান মঞ্চে মাত করার পর ফের লম্বা ভ্যাকেশনে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। আপাতত মিয়ামির নীল সমুদ্রের জলে পা ডুবিয়েই ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি।

Advertisement

আরও পড়ুন, রণবীরের এ কী চেহারা!

তবে শুধুই ছুটি কাটানো না। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ফিট বডির ছবি। বিপাশা পোস্ট করেছেন লাল বিকিনিতে তাঁর হট লুকস।

❤️

❤️

কর্ণও বাদ যাননি। শেয়ার করেছেন নিজের অসাধারণ ‘বিল্ট’ বডির একটি ছবি। আর তাতেই তাঁদের ভক্তরা বলছেন, এ যেন একে অপরকে টেক্কা দিতেই ছবি পোস্ট করা। আসলে, দু’জনের ‘মাঙ্কি লভ’-এর ‘হ্যাংওভার’ এখনও কাটেনি হয়তো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement