বাঙালি রীতিতে শুরু বিপাশার বিয়ের অনুষ্ঠান, দেখুন ছবি

আর মাত্র দু’দিন পরই চার হাত এক হতে চলেছে বিপাশা বসু-কর্ণ সিংহ গ্রোভারের। আজ থেকেই তাই শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। সেই তোড়জোড়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশার বন্ধু ও ফিটনেস এক্সপার্ট ড্যানি পাণ্ডে।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১৭:২৭
Share:

আর মাত্র দু’দিন পরই চার হাত এক হতে চলেছে বিপাশা বসু-কর্ণ সিংহ গ্রোভারের। আজ থেকেই তাই শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। সেই তোড়জোড়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশার বন্ধু ও ফিটনেস এক্সপার্ট ড্যানি পাণ্ডে। আজ বিপাশার বাড়িতে আয়োজন হয়েছে পুজোর। বাঙালি আটপৌঢ়ে ঢঙে সাজানো সেই পুজোর থালার ছবিই পোস্ট করেছেন ড্যানি।

Advertisement

পুজোর পর আজ সন্ধেবেলাই রয়েছে সঙ্গীতের অনুষ্ঠান। কাল জুহুর ক্লাবে মেহেন্দির পর ৩০ তারিখ একেবারে বাঙালি মতে হতে চলেছে বিপাশা-কর্ণের বিয়ে। সন্ধেবেলা রিসেপশনে উপস্থিত থাকবেন শুধুই দু’জনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। বি-টাউনের কেউই নিমন্ত্রণ পাননি বিপাশার বিয়েতে।

এর আগে ব্রাইডাল শাওয়ার, বিয়ের কার্ডের ছবিতে মুগ্ধ করেছেন বিপাশা-কর্ণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন