নতুন লুকে বিশ্বনাথ

মাথায় ঝাঁকড়া চুল, গম্ভীর মুখ। বিশ্বনাথ বসুর এমন লুক দেখে প্রশ্নটা করতেই হল, এটা কি আপনার নতুন হেয়ার কাট? ‘‘না... না। এই রকম হেয়ার স্টাইল করলে বউ মোটেও খুশি হবে না। লুকটা সুরজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘চে’- এর জন্য,’’ বললেন বিশ্বনাথ।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৭:৫০
Share:

বিশ্বনাথ

মাথায় ঝাঁকড়া চুল, গম্ভীর মুখ। বিশ্বনাথ বসুর এমন লুক দেখে প্রশ্নটা করতেই হল, এটা কি আপনার নতুন হেয়ার কাট? ‘‘না... না। এই রকম হেয়ার স্টাইল করলে বউ মোটেও খুশি হবে না। লুকটা সুরজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘চে’- এর জন্য,’’ বললেন বিশ্বনাথ। তিনি ছাড়াও এই ছবিতে আছেন ঋতা দত্তচৌধুরী, অনুরাধা চৌধুরী, সুপ্রিয় দত্ত, শাশ্বতী গুহঠাকুরতা, অর্পন সরকার প্রমুখ। চে-র বাবা ছিল চে গুয়াভারার ভক্ত। তাই তিনি ছেলের নাম দিয়েছিলেন তাঁর নামে। ছোট বেলায় মা মারা যায় চে-র। অন্যদের চেয়ে কিছুটা আলাদা সে। পাড়ায় একটি মেয়েকে ভাল লাগে তার। ‘‘এর চেয়ে বেশি গল্প বলব না। এই রকম চরিত্র আগে করিনি। লুকটাও নতুন। আশা করব, দর্শকের ভাল লাগবে ছবিটি,’’ বললেন বিশ্বনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement