Aamir Khan

‘রিনাকে বিয়ে করা ভুল ছিল’! ষাট বছর বয়সে গৌরীকে পেয়েই কি বোধোদয় হল আমির খানের?

প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এ বার রিনার সঙ্গে বিয়েটাকেই কেন মস্ত ভুল বললেন আমির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১১:০৫
Share:

রিনা দত্তকে প্রেমপ্রস্তাব দিতে রক্ত দিয়ে চিঠিও নাকি লিখেছিলেন আমির খান। ছবি: সংগৃহীত।

খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতে। সে সব কথা নিজেই জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ‘খান’। এমনকি রিনার মন পেতে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন বলে একসময় দাবি করেছিলেন তিনি। তবু দীর্ঘ দাম্পত্য তাঁদের সফল হয়নি শেষ পর্যন্ত। দুই শিশুসন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এই বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। তাঁর দাবি, প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদ্যপান করতেন। যদিও এখন অভিনেতা দাবি করেন, রিনাকে বিয়ে করাটাই নাকি একটা ভুল সিদ্ধান্ত ছিল।

Advertisement

১৯৮৬ সালে ১৮ এপ্রিল রিনার সঙ্গে আমিরের বিয়ে হয়। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ৫০ কোটি টাকার বিনিময়ে বিবাহবিচ্ছেদে রাজি হন দু’জন। সে সময় বলিউডের অন্যতম দামি বিবাহবিচ্ছেদ ছিল এটিই। তবে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে আসেনি। বরং আমির আজও প্রাক্তন স্ত্রী রিনাকে যথেষ্ট সম্মান দেন। রিনার তরফেও কোনও অসম্মান প্রকাশ পায়নি কখনও।

বিয়ের সময় রিনা পড়াশোনা করতেন। মূলত ধর্মীয় কারণেই প্রথমে তাঁদের বিয়েতে আপত্তি জানায় পরিবার। পরে অবশ্য দুই পরিবারই বিষয়টি মেনে নিয়েছিল। আমিরও কেরিয়ারে উন্নতি করতে শুরু করেন। প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় একসময়। রিনার কানে সেই খবর পৌঁছোলে সম্পর্কে কিছু জটিলতা তৈরি হয়। যদিও এই সমস্যা কথা বলেই মিটিয়ে নেন দম্পতি।

Advertisement

কিন্তু ‘লগান’ ছবির শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। কিরণ ছিলেন ওই ছবির সহকারী পরিচালক। আমিরের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তত দিনে বিভিন্ন বিষয় নিয়ে রিনার সঙ্গে তাঁর দাম্পত্যেও এসেছে একঘেয়েমি! শেষ পর্যন্ত ২০০২ সালে দু’জনে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “রিনাকে আমি চিনতাম মাত্র চার মাস। অল্প দিনের চেনাজানায় বিয়েটা করে ফেলা মস্ত বড় ভুল ছিল। যদিও বিচ্ছেদের পর আমরা একে অপরকে শ্রদ্ধা করি। সেই সময় আমাদের মধ্যে ভালবাসাটা ছিল বলেই বিয়েটা করি।” রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণকে বিয়ে করেন আমির। দীর্ঘ দাম্পত্যজীবন ছিল আমির-কিরণের। কিন্তু সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি গৌরী স্প্র্যাটের মধ্যে নাকি খুঁজে পেয়েছেন ভালবাসা। তাঁর সঙ্গে একত্রবাস করছেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement