Ajay Devgn's Investment

রসগোল্লার রস ফেলে মদে ডুবিয়ে খেতে চান অজয় দেবগন! সুরা রসিক অভিনেতা করছেন ব্যবসাও

সুরারসিক অজয় কিছু দিন আগেই শুরু করেছেন মদের ব্যবসা। একটি সিঙ্গল মল্ট উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সিঙ্গল মল্টের এক একটি বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। সারা পৃথিবীতে মাত্র ১২০০ টি বোতল পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৭
Share:

তিন দশক বলিউডে অভিনয়ের পাশাপাশি অজয় দেবগনের রয়েছে নানা ধরনের ব্যবসা। ছবি: সংগৃহীত।

আদতে তিনিও বাংলার জামাই। বলিউডের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের মেয়ে কাজলকে বিয়ে করেছেন। রসগোল্লা নাকি তাঁর প্রিয়! তবে চিনির রসে ফেলা রসগোল্লা নয়। অজয় দেবগন এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এক বিচিত্র উপায়ে মদ্যপান করতে পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে বসে তিনি রসগোল্লার রস চেপে বের করে দেন। তার পর সেই শুকনো রসগোল্লা ফেলে দেন মদের গ্লাসে। মদে টইটুম্বুর রসগোল্লাই তাঁর সব থেকে পছন্দ।

Advertisement

সুরারসিক অজয় কিছু দিন আগেই শুরু করেছেন মদের ব্যবসা। একটি সিঙ্গল মল্ট উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সিঙ্গল মল্টের এক একটি বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। সারা পৃথিবীতে মাত্র ১২০০ টি বোতল পাওয়া যাবে।

অজয় মদ্যপান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, “আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকেই আমি মদ্যপান করি, ভাল মদ খেতে আমি ভালবাসি।” যদিও গত কয়েক বছরে তিনি মদ্যপান প্রায় ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেছেন অভিনেতা। তিনি জানান, এখন দিনে দু’বার সামান্য মদ্যপান করেন। এ বিষয়ে নিজেকে শৌখিন বলেই মনে করেন অজয়।

Advertisement

চলচ্চিত্র পরিবারের সন্তান অজয় গত তিন দশক বলিউডে রাজত্ব করছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর রয়েছে ভিএফএক্স এফেক্ট স্টুডিয়ো, সিনেমা চেন। এরই সঙ্গে তিনি শুরু করলেন মদের ব্যবসা। এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, এক সময় তিনি ভদকা খেতে পছন্দ করতেন। মদ্যপান ছেড়ে দেওয়ার পর তিনি সিঙ্গল মল্টই খান মাঝে মাঝে। স্কটল্যান্ডে মোক্ষ সানির সঙ্গে দেখা হওয়ার পর মদের ব্যবসায় আগ্রহী হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement