সলমন ও এআর মুরুগোদাসের মধ্যে কী সমস্যা হয়েছিল? ছবি: সংগৃহীত।
বহু প্রত্যাশা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সলমন খানের ছবি ‘সিকন্দর’। পরিচালক এআর মুরুগাদোস জানিয়েছিলেন, বড় তারকাদের নিয়ে কাজ করা কঠিন। এমনকি, সলমন সঠিক সময়ে সেটে আসতেন না বলেও তিনি অভিযোগ করেছিলেন। এ বার মুরুগাদোসকে পাল্টা দিলেন ভাইজান।
‘বিগ বস্’-এর মঞ্চে সলমনকে প্রশ্ন করা হয়, নিজের কোনও ছবি নিয়ে তাঁর অনুতাপ রয়েছে কি না। উত্তরে সলমন বলেন, “অনেকে মনে করেন, ‘সিকন্দর’ ছবিটা করে আমি অনুশোচনায় ভুগি। কিন্তু আমি এটা মানি না। ছবির বিষয়বস্তু খুবই ভাল।”
এর পরেই মুরুগাদোসের মন্তব্য নিয়ে খোঁচা দেন সলমন। বলি-তারকা বলেন, “আসলে আমি সেটে পৌঁছোতাম রাত ৯টায়। এটা নিয়ে সমস্যা হয়েছিল। আমার হাড়গোড় সব ভাঙা ছিল।”
সম্প্রতি পরিচালকের আরও একটি ছবি ‘মধরাসী’ মুক্তি পেয়েছে। সেই ছবির নায়ক সেটে পৌঁছে যেতেন ৬টায়। তাই হাসতে হাসতে ব্যঙ্গ করে সলমন তাই বলেন, “ওটা একটা বিরাট ছবি। তেমনই দারুণ ব্যবসাও করেছে এই ছবি। ‘সিকন্দর’-এর চেয়েও এই ছবি ব্লকবাস্টার হয়েছে।” সলমনের রসিকতা বুঝতে পেরে হাসতে থাকেন মঞ্চে উপস্থিত কৌতুকশিল্পী রবি গুপ্তও।
মুরুগাদোস ঠিক কী বলেছিলেন? ‘সিকন্দর’ অসফল হওয়ার পরে ছবির পরিচালক বলেন, “তারকার সঙ্গে শুটিং করা সহজ নয়। দিনের দৃশ্যও আমাদের রাতে শুটিং করতে হত। কারণ, উনি সেটেই আসতেন রাত আটটায়। আমরা ভোরবেলা থেকে শুটিং করতে অভ্যস্ত। কিন্তু এখানে এই ভাবে কাজ হয় না।” সলমনের জন্য অন্য অভিনেতাদেরও সমস্যায় পড়তে হয়েছিল বলে জানান মুরুগাদোস। বিশেষ করে শিশু অভিনেতাদের রাতে শুটিং করতে কষ্ট হত।