Entertainment News

প্রয়াত শশী কপূর (১৯৩৮-২০১৭)

প্রয়াত বলিউড অভিনেতা শশী কপূর। সিনেমা জগতে শোকের ছায়া।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১৮:১৪
Share:

শশী কপূর। — টুইটারের সৌজন্যে।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার প্রয়াত হলেন বলিউড অভিনেতা শশী কপূর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেতার আত্মীয় মোহিত মারওয়া এ দিন টুইট করেন, ‘শশী কপূর এ বার শান্তিতে বিশ্রাম নেবেন। তাঁর কথা সব সময়ই মনে থাকবে।’

Advertisement

জন্ম ১৯৩৮-এর ১৮ মার্চ। পৃথ্বীরাজ কপূরের তৃতীয় সন্তানের নাম ছিল বলবীর রাজ কপূর। ১৯৬১-এ ‘ধর্মপুত্র’ ছবির মাধ্যমে তাঁর বলিউড ডেবিউ হয়। প্রথম ছবিতেই নায়কের চরিত্র। তখন থেকেই নাম বদলে যায়। তবে তার আগে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে প্রায় ১৫০-র বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় ছাড়াও পরিচালকের ভূমিকাতেও তাঁকে দেখেছেন দর্শক।

২০১১-এ পদ্মভূষণ, ২০১৫-এ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন শশী। তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন।

Advertisement

‘দিওয়ার’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘কভি কভি’, ‘শর্মিলী’, ‘জুনুন’, ‘সুহাগ’, ‘চোর মচায়ে শোর’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখেছে। গত দুই দশক ধরেই প্রচারের আড়ালে ছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন শশী কপূর। তাঁর বাইপাস সার্জারিও হয়েছিল। শশী কপূরের তিনি সন্তান রয়েছেন। কুণাল, সঞ্জনা ও কর্ণ কপূর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন