Kangana Ranaut

‘নিশ্চিত ছিলাম আমার মৃত্যু হবে, কেউ দেখবে না’, কেন এমন ভাবনা ঘিরে ধরেছিল কঙ্গনাকে?

এখন তিনি হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রের বিজেপি সাংসদ। কিন্তু এক সময়ে নাকি নিশ্চিত হয়ে গিয়েছিলেন, তিনি মরেই যাবেন। কেউ তাঁকে বাঁচাতে পারবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১২:৩৬
Share:

নিজের লড়াই নিয়ে মুখ খুললেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশ থেকে বলিউডে এসে পাকাপাকি জায়গা তৈরি করেছেন কঙ্গনা রনৌত। অভিনয় ও ছবি পরিচালনার পাশাপাশি রাজনীতিতেও হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রের বিজেপি সাংসদ। কিন্তু এক সময়ে তিনি প্রায় নিশ্চিত ছিলেন, তাঁর মৃত্যু হবেই। কেউ বাঁচাতে পারবেন না।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। বহিরাগত হিসেবেই মুম্বইয়ের টিনসেল টাউনে প্রবেশ করেছিলেন। মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন। কিন্তু ভেবেছিলেন, ভিড়ের মাঝে তিনি হারিয়ে যাবেন অথবা তাঁর মৃত্যু হবে। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবিতে প্রথম অভিনয় কঙ্গনার। সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী বলেছেন, “কখনওই মনে হত না, বাড়ি ফিরে যাব। বাড়ি ছাড়ার পরে মডেলিং করতাম, ঘুরে বেড়াতাম। কিছু একটা করার চেষ্টা চালিয়ে যেতাম। খুব কঠিন সময় ছিল সেটা। আমি ভাবতে পারিনি, আমি জীবনে কিছু করতে পারব।”

খুব অল্প বয়সে হিমাচল প্রদেশ ছেড়ে মুম্বই এসেছিলেন তিনি। কঙ্গনা বলেছেন, “‘গ্যাংস্টার’-এ সুযোগ পাওয়ার আগে আমি বহু ছবিতে অডিশন দিয়েছিলাম। তবে আমি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলাম, আমি ভিড়ে হারিয়ে যাব, অথবা মরেই যাব। কারও চোখেই হয়তো আমি পড়ব না।” ছবিতে সুযোগ কী ভাবে পাওয়া যায়, তা নিয়ে কোনও ধারণাই ছিল না কঙ্গনার। তবে এই কঠিন সময়ই তাঁকে পরিণত মানুষ হয়ে উঠতে সাহায্য করেছিল বলে আজ মনে করেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, “আমি বই পড়া শুরু করি। দর্শন ও কবিতার বই পড়তাম। তবে পরিস্থিতি দেখে মনে হত, আমি কিছুই করে উঠতে পারব না।”

Advertisement

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবি তাঁরই পরিচালিত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement