Entertainment News

এই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গায়িকা মোনালি ঠাকুর!

কখনও তাঁর গলা গেয়ে উঠছে ‘সওয়ার লু’, তো কখনও আবার তিনি গাইছেন ‘মোহ মোহ কে ধাগে’’! রিয়্যালিটি শো’তে বিচারকের আসনেও আবার কখনও দেখা মিলছে তাঁর। তিনি গায়িকা মোনালি ঠাকুর। আর এক গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর মোনালি ঠাকুর আবার প্রেম করছেন। কিন্তু কে সেই প্রেমিক আর কবেই বা বিয়ে করছেন গায়িকা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:২৩
Share:
০১ ১১

কখনও তাঁর গলা গেয়ে উঠছে ‘সওয়ার লু’, তো কখনও আবার তিনি গাইছেন ‘মোহ মোহ কে ধাগে’’! রিয়্যালিটি শো’তে বিচারকের আসনেও আবার কখনও দেখা মিলছে তাঁর। তিনি গায়িকা মোনালি ঠাকুর। আর এক গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর মোনালি ঠাকুর আবার প্রেম করছেন। কিন্তু কে সেই প্রেমিক আর কবেই বা বিয়ে করছেন গায়িকা?

০২ ১১

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে তাঁর প্রেমিকের আলাপ করিয়ে দিয়েছেন মোনালি নিজেই। প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে মোনালি লিখছেন, ‘আমার প্রেম! বন্ধুরা ওঁর নাম মাইক।’ মোনালির প্রেমিকের নাম মাইক রিচার।  জার্মানির মাইক পেশায় এক জন ব্যবসায়ী।

Advertisement
০৩ ১১

মাইকের সঙ্গে আলাপ কী ভাবে জমে উঠল? মোনালির কথায়, ‘‘আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে সুইৎজারল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। আর অনলাইনে মাইকের হোটেল আমরা বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি, একটাও বেড ফাঁকা নেই। মাইক আমাদের জন্য ওঁর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল। আর নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল। সেই আলাপ।’’

০৪ ১১

সেই প্রথম আলাপ। সেখান থেকে প্রেম। আজকাল আর মোনালি তাঁর গার্ল গ্যাংকে নিয়ে ঘুরতে যান না। যেখানেই ঘুরতে যান, সঙ্গে থাকেন মাইক। এমনকি দেশ বা দেশের বাইরে মোনালির শো থাকলে মাইক ছুটে চলে আসেন, মোনালিকে সঙ্গ দিতে।

০৫ ১১

গানের পাশাপাশি রান্নাটাও যে চমৎকার করেন মোনালি তা হয়তো অনেকেরই জানা নেই। খোলসা করলেন গায়িকার হবু বর মাইক। বললেন, ‘‘অসাধারণ ডাল রান্না করে মোনালি। আমি তো যে কোনও সময়ে ওঁর হাতের তৈরি ডাল খেতে পারি।’’

০৬ ১১

মাইকের আবার ভারতীয় খাবার দাবার খুব পছন্দের। মোনালির কথায়, ‘‘খাবারের ব্যাপারে ম্যাইক মাইক আমার থেকেও বেশি ভারতীয়।’’ মুম্বইতে জহুর একটি ফুচকার দোকানের মজাদার একটি ঘটনা শেয়ার করলেন মোনালি।

০৭ ১১

ফুচকা খাচ্ছেন মোনালি আর মাইক। আর সে ফুচকার স্বাদ এক্কেবারে পছন্দ হয়নি মাইকের। দোকানদারকে বললেন, ‘‘দাদা! আর একটু বেশি ঝাল দিন না।’’ আর ফুচকাওয়ালা তখন মোনালিকে বলে, ‘‘ম্যাডাম এর থেকে বেশি ঝাল দিলে তো স্যারের পেট খারাপ হবে।’’  

০৮ ১১

তবে বিদেশির সঙ্গে প্রেম করছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খোঁচা খেতে হয় মোনালি ঠাকুরকে। গালমন্দও করতে ছাড়েন না কেউ কেউ। এক জন তো ইনস্টাগ্রামে সোজা লিখে দিলেন, ‘‘তোমার সঙ্গে কে উনি? কোনও বাঙালিকে পছন্দ হল না?’’ আর মোনালি এই ধরনের ট্রোলিংকে পাত্তা দিতে এক্কেবারেই নারাজ।

০৯ ১১

মোনালির কথা, ‘‘আমি এক্কেবারে ছাপোষা বাঙালি পরিবারের মেয়ে। আর মাইক বলে, তুমি যে ভাবে ইংরেজি বল, তাতেও একটা বাঙালি টান আছে।’’ মোনালির গান খুব পছন্দ করেন মাইক। হাসতে হাসতে মোনালি বললেন, ‘‘মাইক সাওয়ার লু গাইলে মনে হয় যেন সাওয়ারি লু গাইছে!’’

১০ ১১

মোনালির গান পছন্দ করেন মাইকের মা-বাবাও। মাইক এবং মোনালি একে অন্যের মা-বাবার সঙ্গেও দেখা হয়েছে। দুই পরিবারের মধ্যে খুবই ভাল সম্পর্ক।

১১ ১১

কিন্তু বিয়েটা কবে করছেন মোনালি? সুকৌশলে বিষয়টা পাশ কাটিয়ে গায়িকার উত্তর, ‘‘আমিও ইউরোপ যাই মাইকের সঙ্গে দেখা করতে। আমার কোনও শো থাকলে বা এমনিও মাইক এখানে এসে আমার সঙ্গে দেখা করে যায়। জীবনে মাইককে পেয়ে আমি খুব খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement