Madhumati passed away

প্রয়াত বলিউড-শিল্পী মধুমতী! দিলীপ কুমারের অভিনেত্রীর জন্য শোকাচ্ছন্ন অক্ষয় কুমার, বিন্দু দারা সিংহেরা

অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল মধুমতীর। বলিউড অভিনেত্রী হেলেনের সঙ্গে প্রায়ই তাঁর তুলনা করা হত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৬
Share:

প্রয়াত অভিনেত্রী মধুমতী। ছবি: সংগৃহীত।

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী। ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার, জিতেন্দ্রের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেত্রীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার।

Advertisement

অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল মধুমতীর। বলিউড অভিনেত্রী হেলেনের সঙ্গে তাঁর প্রায়ই তুলনা করা হত। ‘আঁখে’, ‘টাওয়ার হাউজ়’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

বলিউড থেকে বিন্দু দারা সিংহ, অক্ষয় কুমার, চাঙ্কি পাণ্ডে, জসবিন্দ্র নরুলা শোকপ্রকাশ করেছেন। মধুমতী বলিউডে অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোকাহত তাঁর ছাত্রছাত্রীরাও।

Advertisement

বুধবার বিকেল সাড়ে চারটেয় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর। বিন্দু দারা সিংহ তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “শিক্ষিকা ও পথপ্রদর্শক মধুমতীজির আত্মার শান্তি কামনা করি। সকলের ভালবাসা ও আশীর্বাদ নিয়ে তিনি এক সুন্দর জীবনযাপন করেছেন। আমরা অনেকেই ওঁর থেকে নৃত্য শিখেছি।”

মধুমতীর জন্ম ১৯৩৮ সালে। ১৯৫৭ সালে এক মরাঠি ছবিতে নৃত্যশিল্পী হিসেবে তাঁর সফর শুরু হয়েছিল। ছোটবেলা থেকে নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণ ছিল তাঁর। পাশাপাশি বলিউডের ছবিতেও নাচের দক্ষতা ছিল তাঁর।

নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেছিলেন তিনি। তখন মধুমতীর বয়স মাত্র ১৯। দীপক বয়সে অনেকটাই বড় ছিলেন এবং চার সন্তানের বাবা ছিলেন। তাঁর স্ত্রীর মৃত্যু হয় অল্প বয়সেই। তার পরে মধুমতীর সঙ্গে বিয়ে হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement