বন্ড কি এ বার বলিউডে?

এ বার ভাবুন তো কেমন হবে যদি বন্ড চলে আসেন বলিউডে? নাহ! বন্ডের রিমেকের কথা বলছি না। বলছি বন্ডরূপী ড্যানিয়েল ক্রেগের কথা। ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’, ‘পান সিং তোমর’-খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার পরের ছবিতে নাকি মুখ্য ভুমিকায় দেখা যাবে ড্যানিয়েলকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ১৩:১৯
Share:

এ বার ভাবুন তো কেমন হবে যদি বন্ড চলে আসেন বলিউডে? নাহ! বন্ডের রিমেকের কথা বলছি না। বলছি বন্ডরূপী ড্যানিয়েল ক্রেগের কথা। ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’, ‘পান সিং তোমর’-খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার পরের ছবিতে নাকি মুখ্য ভুমিকায় দেখা যাবে ড্যানিয়েলকে। শোনা যাচ্ছে, বেআইনি অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। কিছু দিন পরেই একটি চ্যারিটি ফুটবল ম্যাচ উপলক্ষে দিল্লি আসতে পারেন ক্রেগ। তখনই হয়তো ছবির বিষয়ে পরিচালকের সঙ্গে কথা হতে পারে তাঁর।

Advertisement

স্বয়ং বন্ড জানাচ্ছেন, ‘তিগমাংশু ধুলিয়ার পরের ছবিতে নিয়ে কথা চলছে। একটি সামাজিক সমস্যার প্রেক্ষাপট রয়েছে ছবিটির। তবে এখনও কিছু ফাইনাল হয়নি।’ হলি-বলি যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ছবিটি। ইরফান খানও থাকতে পারেন এই প্রজেক্টে বলে খবর।

আরও পড়ুন, ‘বালিকা বধূ’র বিকিনি পরা এই লাস্যময়ীকে চেনেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement