Entertainment News

‘হাউসফুল ৪’-এ থাকছেন ব্রেট লি?

ক্রিকেট ছিল তাঁর পেশা। একটু-আধটু অভিনয়ের নেশাও যে ছিল না, তাও নয়। তবে ক্রিকেট থেকে অবসরের পর এখন বলিউডে পুরোদস্তুর অভিনয় করছেন তিনি। এ বার ‘হাউসফুল ৪’-এ অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে পারেন। তিনি প্রাক্তন অজি পেসার ব্রেট লি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ১৫:৩৭
Share:

ক্রিকেট ছিল তাঁর পেশা। একটু-আধটু অভিনয়ের নেশাও যে ছিল না, তাও নয়। তবে ক্রিকেট থেকে অবসরের পর এখন বলিউডে পুরোদস্তুর অভিনয় করছেন তিনি। এ বার ‘হাউসফুল ৪’-এ অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে পারেন। তিনি প্রাক্তন অজি পেসার ব্রেট লি।

Advertisement

বলিউডে জোর গুঞ্জন, পরিচালক অনুপম শর্মা এবং প্রযোজক সাজিদ নাদিদওয়ালা নাকি ইতিমধ্যেই প্রজেক্টটা নিয়ে ব্রেট লি-র সঙ্গে দেখা করেছেন। লি অবশ্য এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি শুধু বললেন, ‘‘আমি জানি না।’’

ইন্ডাস্ট্রিতে লি-র সবচেয়ে পছন্দ শাহরুখ খান এবং প্রীতি জিন্টা। তাঁর কথায়, ‘‘শাহরুখ আর প্রীতিকে আমার দারুণ লাগে। শাহরুখ তো বলিউডে বেশ কিছু ভাল কাজ করেছে। সব জায়গায় সেগুলোর খুব প্রশংসা করি আমি।’’ ভবিষ্যতে বলি বাদশার সঙ্গেও স্ক্রিন শেয়ারের ইচ্ছে রয়েছে তাঁর। তবে আপাতত লক্ষ্য কো-স্টার ‘খিলাড়ি’।

Advertisement

আরও পড়ুন, শুধু জন বা বরুণ নন, ‘ঢিসুম’-এ ম্যাজিক দেখাবেন অক্ষয়ও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement