FTII

নতুন ভূমিকায় ‘সিআইডি’র পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ব্রিজেন্দ্র পাল সিংহ। বৃহস্পতিবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৬
Share:

'সিআইডি'র পরিচালক এখন এফটিটিআইয়ের দায়িত্বে

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ব্রিজেন্দ্র পাল সিংহ। বৃহস্পতিবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়।

Advertisement

ব্রিজেন্দ্র জনপ্রিয় টিভি সিরিজ 'সিআইডি'-র প্রযোজক-পরিচালক হিসাবেই বেশি পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার আগে এফটিআইআই গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছিলেন।

সম্প্রতি অক্টোবর মাসে অনুপম খের ‘আন্তর্জাতিক দায়িত্ব’ পালনের কারণ দেখিয়ে এফটিআইআই-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার পর থেকে ফাঁকাই ছিল চেয়ারম্যানের চেয়ার। অনুপমের জায়গাতেই এলেন ব্রিজেন্দ্র।

Advertisement

আরও পড়ুন: এই অভিনব উপায়ে বিবাহবার্ষিকী পালন করলেন বিরুষ্কা!

ব্রিজেন্দ্র এই ইনস্টিটিউট থেকেই সিনেম্যাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছিলেন। ১৯৭০-৭৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

তবে তিনি বিপুল পরিচিতি পান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ‘সিআইডি’ সিরিজের পরিচালক ও প্রযোজক হিসেবে। ভারতে বিভিন্ন ভাষায় অনুবাদ করেও চালানো হয়েছে এই সিরিজটি। ২১ বছর ধরে একটানা চলে রেকর্ডও করেছে ‘সিআইডি’।

আরও পড়ুন: অম্বানী কন্যার রিসেপশন অনুষ্ঠান মাতিয়ে দিলেন এ আর রহমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন