Entertainment News

ডিসেম্বরে প্রভাস-অনুষ্কার বিয়ে?

টুইটে উমের লিখেছেন, ‘‘বাহুবলী ফ্যানেদের জন্য ব্রেকিং নিউজ। প্রভাস এবং অনুষ্কা আগামী ডিসেম্বরে এনগেজমেন্ট করছেন। তাঁরা অফিশিয়ালি প্রেমের সম্পর্কে রয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ১৮:৫৭
Share:

তাঁরা নাকি প্রেম করছেন! ছবি: টুইটারের সৌজন্যে।

চলতি বছরেই নাকি বিয়ে করছেন তাঁরা। ডিসেম্বরেই নাকি চারহাত এক হচ্ছে প্রভাস-অনুষ্কা শেট্টির। ‘বাহুবলী টু’-এর সাফল্যের পর থেকেই ইন্ডাস্ট্রিতে এই খবর হাওয়ায়-হাওয়ায়। নতুন করে ফের গুঞ্জন, তাঁরা নাকি এখন কাপল। তাহলে কি এবার সত্যিই বিয়ে করছেন দক্ষিণী ছবির এই জুটি?

Advertisement

আরও পড়ুন, বার্থ ডে গার্ল পাওলি, শেয়ার করলেন স্পেশ্যাল ছবি

আরও পড়ুন, ছবি দেখে চিনতে পারছেন এঁরা কোন সেলিব্রিটি?

Advertisement

সেন্সর বোর্ডের সদস্য, ফিল্ম ক্রিটিক এবং প্রভাস-অনুষ্কার কাছের বন্ধু উমের সান্ধুর একটি টুইটেই বেধেছে যত গোল। তাঁর ওই টুইটের জেরেই ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে প্রভাস-অনুষ্কার প্রেম। এবং বিয়ের।

টুইটে উমের লিখেছেন, ‘‘বাহুবলী ফ্যানেদের জন্য ব্রেকিং নিউজ। প্রভাস এবং অনুষ্কা আগামী ডিসেম্বরে এনগেজমেন্ট করছেন। তাঁরা অফিশিয়ালি প্রেমের সম্পর্কে রয়েছে।’’

এই টুইটের পর স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে। তবে কি দু’জনে গোপন করছেন তাঁদের সম্পর্কের কথা? জবাবে ফের উমের সান্ধু আরও একটি টুইট করেছেন। লিখেছেন, ‘‘যাঁরা জানতে চাইছিলেন, হ্যাঁ এটা সত্যি। প্রভাস এবং অনুষ্কা এখন কাপল। সম্পর্কের কথা জানানোর জন্য তাঁরা সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন।’’

কয়েকদিন আগেই হায়দরাবাদে রবিনা ট্যান্ডনের বাড়িতে এক সঙ্গে পার্টিতে দেখা গিয়েছিল যুগলকে।

!

!

তবে প্রেম বা বিয়ে নিয়ে বরাবরই ‘নো কমেন্টস’ জোনে থাকতে পছন্দ করেন দুই অভিনেতা। ডিসেম্বরে এনগেজমেন্টের এই নয়া গুঞ্জনেও এখনও প্রভাস ও অনুষ্কার তরফে কোনও মন্তব্যই পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement