Entertainment News

এই শিশু এখন পরিচিত অভিনেত্রী, কে বলুন তো?

আপনাপ ক্লু, এঁর আজ জন্মদিন। এ বার কি গেস করতে পারছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১২:৫৪
Share:

এই শিশুকে আপনি চিনতে পারছেন? ছবি: ফেসবুকের সৌজন্যে।

অবাক চোখে তাকিয়ে আছে শিশুটি। কে এই শিশু, আপনি চিনতে পারছেন?

Advertisement

আপনার জন্য প্রথম ক্লু, শিশুটি এখন হয়তো আপনার পরিচিত। ইনি একজন অভিনেত্রী।

আপনাপ দ্বিতীয় ক্লু, এঁর আজ জন্মদিন। এ বার কি গেস করতে পারছেন?

Advertisement

টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করেছেন এই অভিনেত্রী। এর পর টলিউড হোক বা বলিউড— সব জায়গাতেই সমান দক্ষতায় কাজ করেছেন। তাঁর অভিনীত শর্ট ফিল্মও মন জয় করেছে দর্শকদের।

আরও পড়ুন, অঙ্কুশ ‘ভিলেন’, সঙ্গে মিমি! হচ্ছেটা কী?

আসলে ইনি ঋতাভরী চক্রবর্তী। আজ তাঁরই জন্মদিন। মা শতরূপা সান্যালের কোলে বসে নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন তিনি। শেষবার ‘পরী’ ছবিতে ঋতাভরীর অভিনয় পছন্দ হয়েছিল দর্শকের। ফের তাঁকে অনস্ক্রিন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।


ঋতাভরী এখন যেমন। ছবি: ফেসবুকের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement