Santosh film release

বেঁকে বসেছে সেন্সর বোর্ড, ভারতে মুক্তি পাবে না ‘সন্তোষ’! ক্ষোভ উগরে দিলেন সাহানা

চলতি বছরে কান চলচিত্র উৎসবে ‘সন্তোষ’-এর প্রিমিয়ার হয়। সাহানা গোস্বামী অভিনীত ছবিটি অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৯:০৬
Share:

‘সন্তোষ’ ছবির একটি দৃশ্যে অভিনেত্রী সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত।

চলতি বছরে সাহানা গোস্বামী অভিনীত ‘সন্তোষ’ ছবিটি অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিল। চূড়ান্ত পর্বের জন্যও মনোনীত হয় ছবিটি। পাশাপাশি ছবিটি একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। কিন্তু ভারতে ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)। ফলে ছবির নির্মাতারা অসন্তোষ প্রকাশ করেছেন।

Advertisement

উত্তর ভারতের এক মহিলা তার নিহত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পায়। কাজে যোগ দেওয়ার পর সন্তোষ নামে সেই মহিলার সামনে কী কী চ্যালেঞ্জ হাজির হয়, তা নিয়েই ছবির কাহিনি আবর্তিত হয়েছে। সূত্রের দাবি, ছবির রাজনৈতিক প্রেক্ষাপট, জাতপাত নিয়ে প্রশ্ন তোলা-সহ একাধিক বিষয় সন্ধ্যা সুরি পরিচালিত ছবিটির সেন্সরের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়েছে।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির মুখ্য অভিনেত্রী সাহানা। তিনি বলেন, ‘‘ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ড যে যে শর্ত দিয়েছে, তার সঙ্গে আমরা ছবির সকলে একমত হতে পারিনি। কারণ এতে ছবিটি অনেকটাই বদলে যাবে।’’ তাই ছবিটি এখন দেশে প্রেক্ষাগৃহে আদৌ মুক্তি পাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাহানা।

Advertisement

সাহানা জানান, ছবিটির চিত্রনাট্য তৈরির পর সেন্সর বোর্ড অনুমোদন দেয়। সেই মতো ছবির শুটিং হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘যেখানে সেন্সর বোর্ডের অনুমোদিত চিত্রনাট্য মেনে ছবিটি তৈরি হয়েছে, সেখানে তারাই এখন ছবিতে কাঁচি চালাতে চাইছেন কেন, তা আমার কাছে স্পষ্ট নয়!’’ উল্লেখ্য, চলতি বছরে কান চলচিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement