Entertainment News

মুক্তির আগেই ফাঁস হল ‘বাহুবলী ২’-এর প্রথম রিভিউ?

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পাবে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশান’। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। বৃহস্পতিবার বিনোদ খন্নার প্রয়াণে বাতিল হয়েছে এই ছবির প্রিমিয়ার শো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ১৮:০০
Share:

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পাবে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশান’। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। বৃহস্পতিবার বিনোদ খন্নার প্রয়াণে বাতিল হয়েছে এই ছবির প্রিমিয়ার শো। আর এরই মধ্যে নাকি ফাঁস হয়ে গেল এ ছবির প্রথম রিভিউ!

Advertisement

আরও পড়ুন, নীতু কোন সময় রণবীরকে কনসিভ করেছিলেন? শেয়ার করলেন ঋষি

একেই কি আদৌ রিভিউ বলা যায়? সে বিচারের ভার দর্শকদের হাতে। আসলে নাম প্রকাশে অনিচ্ছুক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর এক সদস্য সাংবাদিকদের এই ছবি দেখে আগাম কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ছবির দ্বিতীয়াংশ প্রথমাংশের তুলনায় দীর্ঘ। প্রায় তিন ঘণ্টার ছবিটির কোনও ফ্রেম, শট, ডায়লগও বাদ পড়েনি বলে দাবি তাঁর। অ্যাকশন সিকোয়েন্স, বিশেষত স্পেশাল এফেক্টের কাজ হলিউডের যে কোনও ছবির সঙ্গে তুলনীয় বলে মত তাঁর।

Advertisement

প্রায় দু’বছর ধরে অনুরাগীরা একটি প্রশ্নের উত্তরের জন্যই অপেক্ষা করছেন। কেন কাটাপ্পা খুন করলেন বাহুবলীকে? যদিও সিবিএফসি-র ওই সদস্য এ প্রশ্নের সরাসরি উত্তর ফাঁস করেননি। তবে তাঁর দাবি, পর্দায় এই প্রশ্নের উত্তর পাবেন দর্শক এবং তাঁরা বাকরুদ্ধ হতে বাধ্য। এই ছবি দেখে দর্শকরা অবশ্যই খুশি হবেন বলে মত প্রকাশ করেছেন তিনি। শুধু ভারত নয়, বিশ্ব সিনেমার ইতিহাসে এই ছবি জায়গা করে নেবে বলে বিশ্বাস ওই সদস্যের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement