সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন তুষার কপূর। বেবি বয় লক্ষ্যকে পেয়ে কপূর পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। তবে শুধু তিনিই নন। এই তালিকায় তুষার ছাড়াও আছেন বেশ কিছু প্রথম সারির তারকা। গ্যালারি হদিস দেবে এমনই কিছু সারোগেট সেলেব সন্তানের।
আরও পড়ুন: বিখ্যাত বলি সেলেবদের ডাকনাম