Entertainment News

‘বয়স বাড়ছে, সেটা তো চিন্তার বিষয়’

জন্মদিনে তেমন কোনও কাজ রাখেননি গায়ক-সুরকার। তেমন কোনও প্ল্যানও নেই। বন্ধুদের দল বিকেলে যাবেন তাঁর বাড়ি। বন্ধুরাই নাকি সব প্ল্যান করেছেন। এমনকী, জন্মদিনের স্পেশ্যাল মেনু কী, সেটাও জানেন না তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৫:৫৮
Share:

অনুপম রায়। ছবি: টুইটারের সৌজন্যে।

জন্মদিন। মানেই তো আরও একটা বছর বয়স বাড়ল। বৃহস্পতিবারের বার্থ ডে বয় অনুপম রায়ও কি সেটাই মনে করেন?

Advertisement

প্রশ্নটা শুনেই হেসে ফেললেন অনুপম। তার পরই গম্ভীর হয়ে বললেন, ‘‘বয়স বাড়ছে, সেটা তো চিন্তার বিষয়।’’

জন্মদিনে তেমন কোনও কাজ রাখেননি গায়ক-সুরকার। তেমন কোনও প্ল্যানও নেই। বন্ধুদের দল বিকেলে যাবেন তাঁর বাড়ি। বন্ধুরাই নাকি সব প্ল্যান করেছেন। এমনকী, জন্মদিনের স্পেশ্যাল মেনু কী, সেটাও জানেন না তিনি।

Advertisement

আরও পড়ুন, ‘হামি’ চান? নজর রাখুন ভিডিওতে

আর উপহার? প্রথমে মুখ খুলতে চাইছিলেন না। পরে অনুপম জানালেন, তাঁর স্ত্রী পিয়া আপাতত রয়েছেন দিল্লিতে। সেখান থেকেই একটি বই গিফট হিসেবে ক্যুরিয়রে পাঠাবেন। সেই স্পেশ্যাল গিফট এখনও হাতে পাননি অনুপম। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

আরও পড়ুন, ফ্রি টাইমে বিয়ের শপিং করছেন দীপিকা?

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘পরী’। আসন্ন রিলিজ সুজিত সরকারের ‘অক্টোবর’। টলিউড তো বটেই, বলিউডেও একের পর এক ভাল কাজ করছেন অনুপম। ‘অক্টোবর’ প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন, একেবারে নতুন রকমের কাজ করেছেন এই ছবিতে। জন্মদিনে অনুরাগীদের একটাই দাবি, আরও ভাল ভাল কাজ উপহার দিন অনুপম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement