Updates Of Celina Jaitly's Divorce

‘আমার সন্তানদের রেহাই দিন!’ স্বামী পিটারের সঙ্গে আইনি বিচ্ছেদ লড়তে লড়তেই বার্তা সেলিনার

সেলিনার বার্তা সংবাদমাধ্যমের উদ্দেশে। তিনি আন্তরিক অনুরোধ জানিয়েছেন, তাঁর বিয়ে ভাঙার খবরে যেন তাঁর সন্তানদের ছবি ব্যবহার না করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৪:০৭
Share:

সেলিনা জেটলি। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে ভাঙছে অভিনেত্রী সেলিনা জেটলির! এমনই খবরে ছয়লাপ সংবাদমাধ্যম। এই আবহে স্বামী পিটার হাগের সঙ্গে তাঁর পুরনো ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। কখনও সন্তানদের সঙ্গে তাঁদের সুখী দাম্পত্যের ছবিও ছাপা হচ্ছে সংবাদমাধ্যমে। এ বার এই ধরনের ছবি না ছাপানোর অনুরোধ জানালেন অভিনেত্রী।

Advertisement

এক বার্তায় তাঁর আন্তরিক অনুরোধ, “আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।” প্রসঙ্গত, সেলিনা এবং পিটার ২০১১ সালে বিয়ে করেন। ২০১২-তে প্রথম তাঁদের যমজ সন্তান হয়। ২০১৭-য় দম্পতির দ্বিতীয় বার যমজ সন্তান হয়। চার সন্তানের একজনের হৃদরোগে মৃত্যু হওয়ায় দম্পতির বর্তমানে তিন সন্তান।

সেলিনা নিজের জীবন সম্পর্কেও কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী— যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই!” এই পরিস্থিতিতে একা এক নারীর লড়াই যে কত কঠিন, তিনি তা প্রতি পদে অনুভব করছেন। কিন্তু সেলিনা সেনাপ্রধানের কন্যা। তাই মরবেন না বা হারবেনও না! শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বেন। লড়াই ফিরিয়ে দেবেন। সব রকম প্রতিকূলতা থেকে রক্ষা করবেন তিন সন্তানকে, নিজেকেই নিজে কথা দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement