Charu Asopa

স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া! রাজীবের অভিযোগের পাল্টা জবাব এ বার দিলেন চারুও

চারু নাকি তাঁর ২০ বছরের বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। দু’জনকে কথা বলতে দেখে হাতে নাতে ধরে ফেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২১
Share:

(বাঁ দিক থেকে) রাজীব সেন, সুস্মিতা সেন, চারু আসোপা। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবু শেষ হচ্ছে না কলহ। সম্প্রতি অনলাইনে পোশাক বিক্রি করতে দেখা গিয়েছে চারু আসোপাকে। আর্থিক অনটন নাকি তার উপর চেপে বসেছে। তার উপর রয়েছে মেয়ে জিয়ানার দায়িত্ব। সে কারণেই মুম্বই ছেড়ে ফিরে যেতে হয়েছে বিকানেরে। তার পর থেকে চর্চা বেড়েছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে নিয়ে। সুস্মিতার ভাইয়ের দাবি, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। এর পরই আরও একটি চাঞ্চল্যকর দাবি করে বসেন রাজীব। চারু নাকি তাঁর ২০ বছরের বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। দু’জনকে কথা বলতে দেখে হাতে নাতে ধরে ফেলেন তিনি।

Advertisement

এ বার রাজীবকে পাল্টা জবাব দিলেন চারু। রাজীবের দাবি স্ত্রী কন্যাকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন তিনি। সব কিছু ঠিকঠাকই ছিল। যখন তিনি তাঁর স্ত্রী চারুকে তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে গোপনে কথা বলতে দেখে ফেলেন, তখনই সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। যদিও বিচ্ছেদের প্রায় দু’বছর পর কেন এমন অভিযোগ তুলছেন তিনি চারুর বিরুদ্ধে, উঠছে সে প্রশ্নও।

চুপ করে থাকেননি চারুও। তিনি বলেন, “অবান্তর কথা বলে লাভ নেই। কোন বন্ধু, কার সঙ্গে কথা বলছি, কী কথাই বা হয়েছিল ওঁর বন্ধুর সঙ্গে— সেই সব কিছু সকলকে জানাক। যেমন তেমন অভিযোগ করলেই তো হল না!” এক কথায় আরও তিক্ততার দিকে এগোচ্ছে রাজীব-চারুর সম্পর্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement