চিরঞ্জিবীর ৬০তম জন্মদিনের সেলিব্রেশন

তিনি একাধারে সুপারস্টার এবং রাজনীতিক। তার ওপরে ষাট বছরের জন্মদিন। সুতরাং সেই সেলিব্রেশন কি যেমন-তেমন ভাবে হতে পারে? দক্ষিণের ‘লার্জার দ্যান লাইফ’ নায়ক চিরঞ্জিবীর ৬০ বছরের জন্মদিনের পার্টি নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে সিনে মহলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

তিনি একাধারে সুপারস্টার এবং রাজনীতিক। তার ওপরে ষাট বছরের জন্মদিন। সুতরাং সেই সেলিব্রেশন কি যেমন-তেমন ভাবে হতে পারে? দক্ষিণের ‘লার্জার দ্যান লাইফ’ নায়ক চিরঞ্জিবীর ৬০ বছরের জন্মদিনের পার্টি নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে সিনে মহলে। কারা এই পার্টিতে নিমন্ত্রণ পেলেন তা নিয়েই বেশি ফিসফিস শুরু হয়েছে। চিরঞ্জিবীর ৬০ বছরের জন্মদিন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৩৫ বছরের কেরিয়ারের পূর্তি একই সঙ্গে উদযাপনের এই সমারোহে উপস্থিত থাকবেন সপরিবার অমিতাভ বচ্চন এবং সলমন খান। সেই সঙ্গে থাকছেন রজনীকান্ত, তাবু, শ্রীধর, বনি কপূর প্রমুখও। হায়দরাবাদের এক পাঁচতারা হোটেলে এই পার্টির আয়োজন হয়েছে। চিরঞ্জিবীর পুত্র রাম চরণ স্বয়ং ব্যবস্থাপনার তত্ত্বাবধানে থাকছেন। মেনু নিয়েও বহু গুঞ্জন। তবে এটা জানা গিয়েছে, মেনুতে নাকি অবশ্যই থাকছে ‘চিরঞ্জিবী দোসা’, যার রেসিপি একান্ত ভাবেই চিরঞ্জিবীর নিজস্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement