Pratik Shah Row

‘প্রেমিক না হলে ধর্ষণের নালিশ করতাম!’ নাম না করে প্রতীকের বিরুদ্ধে সরব প্রাক্তন প্রেমিকা

“আলাপ হওয়ার পরে মনে হয়েছিল যেন সবই যেন ম্যাজিক, প্রজাপতি উড়ছে দেহে-মনে! শেষের দিকে সব ধীরে ধীরে পাল্টে যেতে থাকল!”, দাবি প্রাক্তন প্রেমিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:২২
Share:

চিত্রগ্রাহক প্রতীক শর্মার বিরুদ্ধে সরব প্রাক্তন প্রেমিকা। ছবি: সংগৃহীত।

প্রথম অভিযোগ জানিয়েছিলেন পরিচালক অভিনব সিংহ। তাঁর অভিযোগ, চিত্রগ্রাহক প্রতীক শাহ সমাজমাধ্যমে নারীদের যৌন হেনস্থা করেন। তাঁদের থেকে নগ্ন ছবি চান। প্রতীকের বিরুদ্ধে এই অভিযোগ চার বছর আগে এক তরুণী চিত্রগ্রাহক নাকি প্রথম এনেছিলেন। প্রতীক এখন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির সঙ্গে যুক্ত। এই সুবাদে তিনি নাকি ২০ জন মহিলার কাছ থেকে অনলাইনে তাঁদের নগ্ন ছবি চান! শোনা যাচ্ছে, এই অভিযোগ প্রমাণিত হলে সৌরভের জীবনীছবি থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তাঁকে।

Advertisement

এই পরিস্থিতিতে আসরে নেমেছেন প্রতীকের প্রাক্তন প্রেমিকা। তাঁর ২০১৫ সালের একটি ব্লগ নতুন করে ভাইরাল। সেখানে অভিযোগকারিণী প্রতীকের বিরুদ্ধে মানসিক, শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। তবে ব্লগে নিজের নাম তো নয়ই, কোথাও প্রতীকের নামও নেননি তরুণী। তিনি জানান, এত দিন পরে তিনি এই কারণে বিষয়টি নিয়ে আবার মুখ খুলছেন, যাতে সত্যিটা সবাই জানতে পারেন। পাশাপাশি, প্রতীকের বিরুদ্ধে যৌন হেনস্থার চলতি অভিযোগের মধ্যেই এই তরুণীর এই ব্লগ সামনে আসায় নেটাগরিকরা মনে করছেন, এই তরুণীর লক্ষ্য প্রতীকই।

প্রতীকের এই বান্ধবীর কী অভিযোগ? অভিযুক্তের সঙ্গে আলাপের প্রথম দিন থেকে শুরু করে সম্পর্কের শেষ দিন পর্যন্ত ব্লগে সবিস্তার বর্ণনা করেছেন তিনি। তাঁর কথায়, ‘আলাপ হওয়ার পরে মনে হয়েছিল যেন সব কিছুই ম্যাজিক! শরীর জুড়ে যেন প্রজাপতি উড়ছে, এমন অনুভূতি হত। কিন্তু যত দিন যাচ্ছিল ততই যেন সব ধারণা পাল্টে যাচ্ছিল!” সেই সময় প্রতীকের শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক সৌন্দর্যেও মুগ্ধ ছিলেন ওই তরুণী। যাকে বলে প্রেমে অন্ধ। প্রথম মোহভঙ্গ সে দিন যে দিন তিনি প্রেমিককে না জানিয়ে নিজের বন্ধুদের নিয়ে বেড়াতে চলে গিয়েছিলেন। প্রাক্তন প্রেমিকার দাবি, সেই প্রথম তিনি প্রতীকের আসল রূপ দেখতে পান। অভিযুক্ত নাকি তাঁর মুখের উপর প্রচণ্ড চিৎকার করেছিলেন। যা দেখে দমে গিয়েছিলেন তিনি।

Advertisement

অভিযোগকারিণীর দাবি, ওই ঘটনার পর থেকেই নাকি প্রতীক পাল্টে যেতে থাকেন। তিনি প্রাক্তন প্রেমিকার ইমেল এবং সমাজমাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়ে নেন। পরিবর্তে নিজেরটাও দিয়ে দেন তাঁকে। তার পর সারা ক্ষণ ‘অনুসরণ’ করতে থাকেন তাঁকে! প্রেমিকার ক্ষোভ, তিনি অন্যান্য পুরুষের সঙ্গে চ্যাটে ‘ফ্লার্ট’ করলে কিংবা সমাজমাধ্যমে পুরুষ বন্ধুদের সঙ্গে রসিকতা করলে তাই নিয়ে নাকি প্রচণ্ড অশান্তি করতেন প্রতীক। তরুণী আরও লিখেছেন, সে দিন ছিল প্রতীকের জন্মদিন। প্রচণ্ড মদ্যপান করে চিত্রগ্রাহক প্রায় অচৈতন্য। বাড়িতে তিনি, প্রতীক এবং তরুণীর এক বান্ধবী। ওই তরুণী তাঁদের জানিয়ে বাথরুমে যান।

কিন্তু তাঁর অগোচরেই প্রতীক পিছু পিছু গিয়ে তাঁর সঙ্গে বাথরুমে ঢুকে পড়েন! এই ঘটনা মেনে নিতে কষ্ট হয়েছিল প্রতীকের বান্ধবীর। এর পরেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন তিনি। তিনি ব্লগে এও লেখেন, ওই ঘটনার পরে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু কয়েক মাস পরে এখন তিনি নিজেকে বলেন, প্রতীক তাঁর প্রেমিক না হলে সে দিন তিনি তাঁর বিরুদ্ধে অবশ্যই ধর্ষণের অভিযোগ আনতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement