Entertainment News

যৌন হেনস্থার অভিযোগ, জবাব দিলেন আজিজ আনসারি

এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম কোনও এশীয় কমেডিয়ান হিসেবে পুরস্কার জিতেছেন আজিজ। ভারতীয় বংশোদ্ভূত আজিজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী কৌতুক অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১১:২০
Share:

আজিজ আনসারি। ছবি: রয়টার্স।

তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের জবাব দিলেন আজিজ আনসারি। এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম কোনও এশীয় কমেডিয়ান হিসেবে পুরস্কার জিতেছেন আজিজ। ভারতীয় বংশোদ্ভূত আজিজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী কৌতুক অভিনেতা।

Advertisement

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এক বছর আগে যে মহিলার সঙ্গে ডেট করেছিলেন আজিজ, তিনিই অভিযোগ এনেছেন। বেব ডট নেটকে দেওয়া এক সাক্ষাত্কারে পেশায় চিত্রগ্রাহক ওই মার্কিন যুবতী বলেন, “টাইমস আপের পিন-সহ আজিজকে গোল্ডেন গ্লোবের মঞ্চে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিলাম। এক বছর আগে আজিজের হাতে যৌন হেনস্থা হওয়ার ভয়ঙ্কর স্মৃতি যেন চোখের সামনে আসছিল।”

তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ শুনে জবাব দিয়েছেন আজিজ।

Advertisement

রবিবার ইউএসএ টুডে-কে তিনি বলেন, ‘‘আমি বিষয়টিতে স্তম্ভিত এবং ক্ষমাপ্রার্থী। একটি পার্টিতে গত বছর সেপ্টেম্বরে ওই যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল। আমরা একে অপরের ফোন নম্বর নিয়েছিলাম। এর পর ডিনার ডেটে গিয়েছিলাম আমরা। পরে ওঁর সঙ্গে দু’জনের সম্মতিতেই শারীরিক সম্পর্কও হয়েছিল। পর দিন ও জানায় বিষয়টাতে ওঁর খারাপ লেগেছে। সেটা জেনে আমি খুব অবাক হয়েছিলাম। পরে ওঁর সঙ্গে আলাদা ভাবে কথাও বলি।”

হলিউডে যৌন হেনস্থার প্রতিবাদে এ বছর ‘গোল্ডেন গ্লোব’-এ বেশিরভাগ অভিনেতাই কালো পোশাক পরে গিয়েছিলেন। অনেকের পোশাকে ছিল ‘টাইমস আপ’ ব্যাজ। যাঁরা চান, মহিলাদের প্রতি এমন আচরণ বন্ধ করা হোক। সেই তালিকাতে ছিলেন আজিজও। অভিযোগকারিণীর সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করার প্রসঙ্গের পর, আজিজ জানিয়েছেন, ‘টাইমস আপ’ দলের সঙ্গেই থাকতে চান তিনি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, সলমন-শিল্পার বিরুদ্ধে সমন জারি

আরও পড়ুন, ‘নায়িকাদের ব্যক্তিগত জীবনে এত আগ্রহ কেন?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement