Bharti Singh

ব্যাঙ্কক থেকে ফিরেই ধুম জ্বর! কান্নায় ভেঙে পড়েছেন ভারতী, কী হয়েছে কৌতুকশিল্পীর?

সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই নিজের স্বাস্থ্যের বিষয়ে ভারতী জানান, ব্যাঙ্কক গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকে জ্বর কমছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৫:২৭
Share:

বিদেশ থেকে ফিরে জ্বরে পড়েছেন ভারতী। ছবি: সংগৃহীত।

ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকেই অসুস্থ ভারতী সিংহ। করোনা আবহে ভেঙে পড়েছেন কৌতুকশিল্পী। দেশে এবং সারা বিশ্বে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট তেমন উদ্বেগজনক নয়। কিন্তু নিজের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত ভারতী। নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

অভিনেত্রী তথা কৌতুকশিল্পী নিয়মিত ভ্লগিং-এর মাধ্যমে অনুরাগীদের সংস্পর্শে থাকেন। সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই নিজের স্বাস্থ্যের বিষয়ে বলতে গিয়ে ভারতী জানান, ব্যাঙ্কক গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকে জ্বর কমছে না তাঁর। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ভারতী। রক্ত পরীক্ষাও করাচ্ছেন।

ভারতী বলেন, “হর্ষ (ভারতীর স্বামী) রক্ত পরীক্ষার জন্য এক জনকে ডেকেছিলেন। তিনি আমার রক্ত সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। বেশ কিছু দিন ধরে আমার শরীর ভাল নেই। কিছু ভাল লাগছে না। ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে খুব অবসন্ন ও অলস লাগছে। গুরুতর কিছু হয়েছে কি না, তা দেখার জন্য রক্ত পরীক্ষা করাচ্ছি। আমার সত্যিই খুব ভয় করছে।”

Advertisement

রক্ত নিয়ে যাওয়ার পরে ভারতী বলেন, “সকাল থেকে আমি কাঁদছি রক্ত পরীক্ষা হবে বলে। সারা শরীরের পরীক্ষাও করাব আমি। কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই আমার ভয় লাগে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি। কারণ নানা রকমের খবর পাচ্ছি। আপনারাও নিজেদের জীবনযাপনের দিকে মন দিন।”

ব্যাংকক থেকে ফেরার সময়েও বিপদে পড়েছিলেন বলে জানান ভারতী। বিমানটি এয়ার টারবুল্যান্স পড়ে যাওয়ায় খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement