Samay Raina

‘সঙ্গম’ বিতর্ক পিছু ছাড়ছে না! এ বার বিরাট ক্ষতির মুখে পড়লেন সময় রায়না

ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি রণবীরের। এ বার বড় ক্ষতির মুখে পড়লেন সময়ও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:০০
Share:

বড় ক্ষতি সময় রায়নার। ছবি: সংগৃহীত।

মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা ফিরিয়ে নেওয়া যায় না। হাতে নাতে প্রমাণ পাচ্ছেন রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। এই অনুষ্ঠানটি সময় রায়নার। তাই তাঁর দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। ঘটনার পরে ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। এ বার বড় ক্ষতির মুখে পড়লেন সময়ও।

Advertisement

আগামী ২১ ও ২৩ মার্চ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল কৌতুকশিল্পী সময় রায়নার। অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রিও হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘আনফিল্টার্ড’। কিন্তু হঠাৎই সেই অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকাও ফেরত দেওয়া হয়েছে আয়োজকদের তরফ থেকে। ঠিক কেন বাতিল হল এই অনুষ্ঠান, তা এখনও স্পষ্ট নয়। সময় নিজেও জানাননি, কেন সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও বাতিল হল অনুষ্ঠান।

‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের পর থেকে কানাডায় রয়েছেন সময়। সেখানেই একের পরে এক অনুষ্ঠান করছেন তিনি। এই বিতর্ক নিয়েও মশকরা করেছেন সময়। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “এই অনুষ্ঠানে এমন অনেক সময়ে আপনাদের মনে হবে, আমি আরও মজার কথা বলতে পারি। কিন্তু তখন আপনারা বেয়ারবাইসেপস (রণবীর)-এর কথা স্মরণ করবেন। মনে হয়, আমার সময়টাই খারাপ যাচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমিই সময়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement