coronavirus

করোনা: সপরিবারে হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চনও

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বাড়ির ছাদে উঠে হাততালি দিলেন অমিতাভ বচ্চনও।শুধু অমিতাভই নন, সামিল  হলেন ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্য এবং মেয়ে শ্বেতাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১৮:০৭
Share:

হাততালি দিয়ে শ্রদ্ধা জানালেন বচ্চন পরিবার। টুইটার।

আরব সাগরের বুকে তখনও সূর্য অস্ত যেতে ঢের দেরি। ঘড়ির কাঁটায় বাজল ঠিক বিকেল ৫টা। হঠাৎ করেই চিত্রটা বদলে গেল খানিক। ‘জনতা কার্ফু’ চলায় আজ সারা দেশ ছিল নিস্তব্ধ। সেই নিস্তব্ধতাকে ভেদ করে বেজে উঠতে লাগল কাঁসর, ঘণ্টা, শাঁখ।

Advertisement

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বাড়ির ছাদে উঠে হাততালি দিলেন অমিতাভ বচ্চনও।শুধু অমিতাভই নন, সামিল হলেন ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্য এবং মেয়ে শ্বেতাও।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, এই সঙ্কটময় পরিস্থিতিতে যাঁরা দেশের সেবা করে চলেছেন রবিবার, বিকেল ৫টায় ঘণ্টা বাজিয়ে, হাততালি দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।

Advertisement

আরও পড়ুন-পার্টি করেছেন, নির্দেশিকা মানেননি, কণিকার বিরুদ্ধে এফআইআর

দেখুন ছবি

সেই মতোই বিকেল ৫টা বাজতেই অলি-গলি রাজপথের বাড়িতে ছাদে বেজে উঠল ঘণ্টা, ভেসে আসতে থাকল হাততালির আওয়াজ। করোনা কোথাও গিয়ে মিলিয়ে দিল সব জাতি-ভাষাভাষীর মানুষকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement