Srijit Mukherji

করোনা মুক্ত আফ্রিকায় দিব্যি আছি, শুধু মিথিলার জন্য মন কেমন করছে: সৃজিত

মিথিলার বিরহকে শুধু কাজেই নয়, নানা আডবেঞ্চারের মধ্যে দিয়েই যেন ভুলতে চাইছেন সৃজিত।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১২:৪৫
Share:

আফ্রিকায় ছবির শুটিংয়ের ফাঁকে সৃজিত।—গ্রাফিক: তিয়াসা দাস।

জমজমাট শুটিং চলছে আফ্রিকায়। কখনও অদ্ভুত দেখতে সিংহাসনে রাজার মতো পোজ দিয়ে ছবি পোস্ট করছেন পরিচালক। কখনও বা উন্মুক্ত প্রান্তরে বসে উপভোগ করছেন সূর্যাস্ত। ক্যানভাস বদলাচ্ছে দ্রুত, রোমান্টিক থেকে পুরোপুরি অ্যাডভেঞ্চারে।
আনন্দবাজার ডিজিটালকে প্রথম বললেন, “আফ্রিকা শুধু করোনা মুক্ত নয়। আমরা যে জঙ্গলে শুট করছি সেখানে বন্য প্রাণী আর আমাদের ইউনিট ছাড়া আর কিছুই নেই। তাই আফ্রিকা শুধু করোনা নয়, প্যানিক মুক্ত। দারুন কাজ হচ্ছে আমাদের।’’ আত্মবিশ্বাস সৃজিতের গলায়।
কিন্তু মিথিলার যে আফ্রিকা পৌঁছনোর কথা ছিল?

Advertisement

করোনারভাইরাসের কারণে আফ্রিকায় যেতে পারলেন না মিথিলা।

“হ্যাঁ, মিথিলাকে মিস করছি খুব। করোনার জন্য ও আসতে পারছে না। এটা বাজে ব্যাপার। একসঙ্গে সময় কাটাব ভেবেছিলাম। ও ভিসা পাবে না এখন সামনের কয়েকদিন...কী আর করব” নরম গলায় বললেন সৃজিত।
মিথিলার বিরহকে শুধু কাজেই নয়, নানা আডবেঞ্চারের মধ্যে দিয়েই যেন ভুলতে চাইছেন সৃজিত। সাপের গলায় চুমু খাওয়ায়ার পোস্ট সেই কথাই বলে। সাপের সঙ্গে খেলছেন তিনি।ভয় নেই সাপে? প্রশ্নটা করতেই আফ্রিকা থেকে আনন্দবাজার ডিজিটালকে বললেন সৃজিত, “সাপ আমার খুব প্রিয়। ভারতে নিয়ম নেইতাই সাপ পুষতে পারব না। ভবিষ্যতে সাপের নিরাপত্তা নিয়ে হয়তো আলাদা করে ভাবব।’’
শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালের জন্য সিংহ র ছবি তুলে পাঠিয়েছেন পরিচালক। সেই প্রসঙ্গ উঠতেই বললেন, ‘সিংহ খোলা ছিল আমি খাঁচায়। আসলে মানুষের চেয়ে বন্য প্রাণীর সঙ্গে থাকতে আমি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি।’’
১৯ মার্চ করোনামুক্ত আফিকা থেকে টিম কাকাবাবু কলকাতায় ফিরছে।

Advertisement

শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালের জন্য এই ছবিগুলি তুলে পাঠিয়েছেন পরিচালক সৃজিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement