বিয়ের পরে সৌম্যর সঙ্গে কোথায় গেলেন মৌবনী? ছবি: সংগৃহীত।
কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে। তার পরে চন্দননগরের সৌম্য রায়কে বিয়ে করেছেন জুনিয়র পিসি সরকারের মেজমেয়ে মৌবনী সরকার। বিয়ের এক সপ্তাহের মধ্যে পাহাড়ে মধুচন্দ্রিমায় অভিনেত্রী। নবদম্পতির নানা ছবি ঘুরে ফিরে আসছে সমাজমাধ্যমে। সেখানে মৌবনীর বিয়ের সাজ থেকে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্ত— সব কিছু নিয়েই হচ্ছে সমালোচনা। এ প্রসঙ্গে কী বললেন মৌবনী?
এই মুহূর্তে পাহাড়ে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন মৌবনী। কিন্তু দার্জিলিংয়ে গিয়ে যে তাঁদের এই অবস্থা হবে তা ভাবেননি তিনি। মৌবনী বলেন, “মানুষ আমাদের এত ভালবাসা দিচ্ছেন সেটা ভেবে সত্যিই ভাল লাগছে! আমাকে আর সৌম্যকে ঘিরে ধরছেন অনেকেই। ছবি তুলছেন। সৌম্য এই জগতের মানুষ না হলেও ভাল মানিয়ে নিয়েছে। ভাল লাগছে তা দেখে।” কিন্তু এত কিছুর মাঝেও নেতিবাচক মন্তব্যের শেষ নেই।
মৌবনী বললেন, “ঠিক আছে। কারও যদি আমার বা আমাদের ছবি দেখে খারাপ লাগে, কী বলব? সেটা তাঁদের ভাবনাচিন্তা। আমাদের দেখে যে সকলের ভাল লাগবে, সেটা আমি আশা করতে পারি না। এটা তো ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে। তাই যাঁরা খারাপ মন্তব্য করছেন, তাঁদের কিছু বলার নেই আমার।”
অভিনেত্রী এই মুহূর্তে বেড়ানোর মেজাজে। ফিরেই আবার কাজে যোগ দেবেন। কাজের সূত্রে কলকাতাতেই থাকবেন। তবে চন্দননগরে যাতায়াত করবেন দু’জনেই।