Entertainment News

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’?

২৩ ডিসেম্বর অর্থাত্ গত শুক্রবার মুক্তি পেয়েছে আমির খানের ‘দঙ্গল’। আর প্রথম উইকেন্ডের শেষেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ছবিটি। বক্স অফিসের রেকর্ড অন্তত সে প্রমাণই দিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ১৯:১০
Share:

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে আমির খান। ছবি: সংগৃহীত।

২৩ ডিসেম্বর অর্থাত্ গত শুক্রবার মুক্তি পেয়েছে আমির খানের ‘দঙ্গল’। আর প্রথম উইকেন্ডের শেষেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ছবিটি। বক্স অফিসের রেকর্ড অন্তত সে প্রমাণই দিচ্ছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, শুক্রবার ২৯.৭৮ কোটি, শনিবার ৩৪.৮২ কোটি এবং রবিবার ৪২.৩৫ কোটি টাকার ব্যবসা হয়েছে। ফলে প্রথম তিন দিনেই প্রায় ১০৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘দঙ্গল’। হিন্দি, তামিল এবং তেলগু- এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসের হিসেবও এই তিন ভাষা থেকেই ধরা হয়েছে।

Advertisement

আরও পড়ুন, ফেসবুকে ফাঁস হয়ে গেল ‘দঙ্গল’!

পর পর কয়েক বছর ক্রিসমাসে আমিরের ছবি মুক্তি পেলেই তা বাজিমাত করেছে। ২০০৮-এ ‘গজনি’, ২০০৯-এ ‘থ্রি ইডিয়টস’, ২০১৩-এ ‘ধুম ৩’ এবং ২০১৪-তে ‘পিকে’ বড় সাফল্যের মুখ দেখেছিল। এ বছর সেই একই ধারা বজায় রাখল ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন খোদ আমির খান।

Advertisement

₹ [ ] ! (_)

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement