Entertainment News

তিরুঅনন্তপুরমের ফ্ল্যাট থেকে উদ্ধার চিত্র পরিচালকের দেহ

কেরলের তিরঅনন্তপুরমের একটি ফ্ল্যাট থেকে সোমবার উদ্ধার হল মালয়ালম সিনেমার পরিচালক নয়না সূর্যনের মৃতদেহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৮
Share:

তিরঅনন্তপুরমে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল মালয়ালম সিনেমার পরিচালক নয়না সূর্যনের মৃতদেহ। ছবি: সংগৃহীত।

বার বার ফোন করেও সাড়া মেলেনি মেয়ের। ঘাব়ড়ে গিয়ে বন্ধুবান্ধবদের খবর দেন মা। তাঁদের কাছেই মেয়ের ফ্ল্যাটের একটা চাবি থাকত। দরজা খুলে তাঁরা দেখেন, শোওয়ার ঘরে পড়ে রয়েছে বন্ধুর নিথর দেহ।

Advertisement

কেরলের তিরঅনন্তপুরমের একটি ফ্ল্যাট থেকে সোমবার এ ভাবেই উদ্ধার হল মালয়ালম সিনেমার পরিচালক নয়না সূর্যনের মৃতদেহ

বয়স ২৮। এর মধ্যেই মালয়ালম ইন্ডাস্ট্রিতে নিজস্ব ছাপ তৈরি করেছিলেন নয়না। ‘ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ হিসেবে তাঁর নাম ছড়িয়েছিল ‘ক্রসরোড’ সিনেমার মাধ্যমে। ২০১৭-তে ওই সিনেমার সিক্যুয়েলও করেছিলেন নয়না। নাম, ‘পক্ষিকালুডে মননম’। লিডে বিজয় বাবু এবং মৈথিলী।

Advertisement

আরও পড়ুন: মৃত্যুর আগের কয়েক ঘণ্টা কী করেছিলেন দিব্যা ভারতী?

পুলিশ জানিয়েছে, আদতে কেরলের কোল্লাম জেলার বাসিন্দা নয়না থাকতেন তিরুঅনন্তপুরমের একটি ফ্ল্যাটে। এ দিন নয়নার মোবাইলে বার বার ফোন করেও যোগাযোগ করতে পারেননি তাঁর মা শীলা। অজানা আশঙ্কায় বন্ধুবান্ধবদের ফোন করা শুরু করেন তিনি। তাঁরাই পৌঁছে যান নয়নার ফ্ল্যাটে। এর পর ফ্ল্যাটের দরজা খুলে দেখতে পান নয়নার দেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: সারার লভ লাইফ নিয়ে মুখ খুললেন করিনা!

ঠিক কী কারণে নয়নার মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের পরই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ডায়াবিটিসের জন্য বেশ কিছু দিন ধরেই চিকিৎসা চলছিল নয়নার। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, গত ১৪ জানুয়ারি পরিচালক লেনিন রাজেন্দ্রনের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি নয়না। লেনিনের সিনেমায় সহকারী পরিচালক হিসেবেই আত্মপ্রকাশ করেছিলেন তিনি। শুধু লেনিন নন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার হিসেবে কাজ শুরু করার আগে ইন্ডাস্ট্রির বহু নামজাদা পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। দেশ-বিদেশে বহু বিজ্ঞাপনী ছবি বা স্টেজ শো-ও পরিচালনা করেছিলেন নয়না।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement