Deboshree Ganguly

‘আমি ডিভোর্সি, বিধবা নই’! মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, কানাঘুষোয় মুখ খুললেন অভিনেত্রী

সম্প্রতি দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে অনেকেরই প্রশ্ন জাগে তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী? সত্যটা প্রকাশ্যে আনলেন শুভশ্রীর দিদি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১৬
Share:

সত্যিই কি বিয়ে করলেন দেবশ্রী? ছবি: সংগৃহীত।

সম্প্রতি অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের নিমন্ত্রণে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গিয়েছে সিঁদুর। সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গয়না, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান দেবশ্রী। এতেই শুরু হয় গুঞ্জন। সমাজমাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাঁকে। তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর দিদি? আনন্দবাজার অনলাইনকে জানালেন সত্যটা।

Advertisement

প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। এখন তিনি বিদেশে পড়াশোনা করছেন। বছর তিনেক আগে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক খুব একটা সুখকর হয়নি। ২০২১ সালে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। এ বার দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে অনেকেরই প্রশ্ন জাগে তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি? দেবশ্রীর কথায়, ‘‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তাঁর সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’’

তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে রেখাও এক সময় জানিয়েছিলেন, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন। যদিও দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনও পরিচিত এ ভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তাঁর ক্ষেত্রে তেমনটা হয় না।

Advertisement

কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? তিনি জানান, তেমন কোনও বিষয় নেই, আপাতত বিয়ের কথাও ভাবছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement