Bollywood

এশিয়ার ‘সেক্সিয়েস্ট ওম্যান’ দীপিকা পাড়ুকোন

এশিয়ার সেরা সেক্সি মহিলা কে? উত্তর খুঁজতে খুব বেশি ভাবতে হবে না। কারণ, এই তালিকার শীর্ষ স্থান দখলের লড়াইটা মূলত দু’জনের মধ্যেই ছিল। কে এই দু’জন! দু’জনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দু’জনেই ইদানীং বেশ ব্যস্ত হলিউডে। জনপ্রিয়তাও পাচ্ছেন ক্রমশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫০
Share:

এশিয়ার সেরা সেক্সি মহিলা কে? উত্তর খুঁজতে খুব বেশি ভাবতে হবে না। কারণ, এই তালিকার শীর্ষ স্থান দখলের লড়াইটা মূলত দু’জনের মধ্যেই ছিল। কে এই দু’জন! দু’জনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দু’জনেই ইদানীং বেশ ব্যস্ত হলিউডে। জনপ্রিয়তাও পাচ্ছেন ক্রমশ। একজন ‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’-এ ঝড় তোলা প্রিয়ঙ্কা চোপড়া। আর একজন ‘ট্রিপল এক্স’-এ আগুন ঝরানো দীপিকা পাড়ুকোন।

Advertisement

এ বার এই দু’জনের মধ্যেও একজনকে বেছে নেওয়া মুশকিল! মুশকিল আসান করে দিয়েছে একটি আন্তর্জাতিক মিডিয়া। ব্রিটেনের ‘ইস্টার্ন আই’ সংবাদপত্র প্রতি বছরের মতো এ বছরও সমীক্ষা চালিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় এক নম্বরে রয়েছে দীপিকা পাড়ুকোন। অর্থাত্, ‘ইস্টার্ন আই’-এর বিচারে ২০১৬-এর এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যান হলেন দীপিকা পাড়ুকোন। এই লড়াইয়ে দীপিকা এ বার পেছনে ফেলে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াকে যিনি এর আগে এই খেতাব চার বার জিতেছেন। তালিকার দু’নম্বর স্থানেই রয়েছেন প্রিয়ঙ্কা। এই তালিকার সপ্তম স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং সোনম কপূর রয়েছেন আটে।

‘ইস্টার্ন আই’-এর বিনোদন বিভাগের সম্পাদক আসজাদ নাজিরকে দেওয়া একটি বিশেষ সাক্ষাত্কারে দীপিকা বলেন, “এই খবর আমার মুখে হাসি ফোটালেও ‘সেক্সি’ কথাটার মানে তো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সেক্সি শব্দের সমার্থক হল সারল্য, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব।”

Advertisement

আসজাদ নাজিরের মতে, ২০১৭ দীপিকার জন্য আরও বড়সড় সাফল্য অপেক্ষা করছে। আন্তর্জাতিক প্রযোজকেরা নিজেদের প্রজেক্টে দীপিকাকে পাওয়ার জন্য ছোটাছুটি করবে। আসজাদ নাজিরের মতো দেশের অনেকেই এখন এই আশাই করছেন।

আরও পড়ুন...
মুক্তি পেল ‘বেওয়াচ’-এর ট্রেলার, মাত্র ১ সেকেন্ড পেলেন প্রিয়ঙ্কা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement