রণবীরের বাংলোয় একান্তে দীপিকা!

পুরনো প্রেম কি ফিরে এল? না হলে খামোখা রণবীর কপূরের বাংলোয় একান্তে সময় কাটাতে যাবেন কেন দীপিকা পাড়ুকোন? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১২:৩২
Share:

পুরনো প্রেম কি ফিরে এল? না হলে খামোখা রণবীর কপূরের বাংলোয় একান্তে সময় কাটাতে যাবেন কেন দীপিকা পাড়ুকোন? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

সদ্য মার্কিন মুলুক থেকে শুটিং সেরে মুম্বইতে ফিরেছেন দীপিকা। সেখানে হলিউড ডেব্যু ‘ট্রিপল এক্স’-এর টাইট শিডিউল থেকে সাময়িক ছুটি পেয়েছেন নায়িকা। গন্তব্য শ্রীলঙ্কা। ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যাবেন। তার আগে মুম্বইতে বিশ্রাম। তার ফাঁকেই রণবীরের বাড়িতে জমল আড্ডা। বাংলোর বারান্দায় নাকি দু’জনকে গল্প করতেও দেখা গিয়েছে!

সদ্য ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। সেই দুঃখই কি প্রক্তনীর সঙ্গে শেয়ার করলেন নায়ক?

Advertisement

অন্যদিকে দুবাইতে টোয়েফার অনুষ্ঠানে ব্যস্ত রণবীর সিংহ। তাই তাঁর ‘লেডি লভ’ কার সঙ্গে সময় কাটাচ্ছেন সে দিকে কি নজর রয়েছে তাঁর? বি-টাউনে এখন এটাই নতুন গসিপ।

আরও পড়ুন, দীপিকা-রণবীরের নতুন চুমুর ‘তামাশা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement