Entertainment News

কাকে প্রথম চুমু খেয়েছিলেন দীপিকা?

ইন্ডাস্ট্রি তাঁকে চেনে লাজুক হিসেবে। বিশেষত ব্যক্তিগত জীবন নিয়ে তো একেবারেই মুখ খোলেন না তিনি। সেই তিনি অর্থাত্ দীপিকা পাড়ুকোন এ বার ওপেনলি শেয়ার করলেন তাঁর প্রথম চুমুর কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৪
Share:

ইন্ডাস্ট্রি তাঁকে চেনে লাজুক হিসেবে। বিশেষত ব্যক্তিগত জীবন নিয়ে তো একেবারেই মুখ খোলেন না তিনি। সেই তিনি অর্থাত্ দীপিকা পাড়ুকোন এ বার ওপেনলি শেয়ার করলেন তাঁর প্রথম চুমুর কথা।

Advertisement

সম্প্রতি একটি ম্যাগাজিনের সাক্ষাত্কারে দীপিকা বলেছেন, ‘‘প্রথম চুমুটা ব্র্যাডলি কুপারকে খেতে পারলেই ভাল হত। কিন্তু…।’’ তখন তাঁকে ওই প্রশ্নের উত্তর দিতে জোর করা হলে প্রথমে এড়িয়ে গেলেও পরে দীপিকা বলেন, ‘‘অফকোর্স আমার বাবা-মাকেই প্রথম চুমুটা খেয়েছি।’’ তবে ব্র্যাডলি কুপারকে নিয়ে যে ভালই ক্রাশ রয়েছে তা এককথায় স্বীকার করেছেন নায়িকা।

এর পর জানতে চাওয়া হয়, তাঁর জীবনের আদর্শ পুরুষ কে? দীপিকা জানিয়েছেন, সেই পুরুষকে ভাল মানুষ হতে হবে, ভাল সেন্স অব হিউমার থাকতে হবে। আর হ্যাঁ অবশ্যই তাঁর হাইটটা ভাল হতেই হবে।

Advertisement

আরও পড়ুন

সমকামিতা, চার বার বিয়ে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক...বৈচিত্রে ভরা অ্যাঞ্জেলিনার লভ লাইফ

দিম্মার রান্না করা সেদ্ধ ভাত খুব মিস করি

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement