Deepika Padukon

Deepika-Madhuri: মাধুরী বিয়ে করছেন! হাউহাউ করে কেঁদেছিলেন প্রকাশ পাড়ুকোন, ফাঁস করেন মেয়ে দীপিকাই

মাধুরী দীক্ষিতের প্রেমে যে হাবুডুবু খেতেন কত জন! তালিকায় ছিলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনও। সে গল্প শুনিয়েছিলেন মেয়ে দীপিকা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৪:৪০
Share:

মাধুরীর প্রেমে হাবুডুবু অনুরাগীর তালিকায় শামিল ছিলেন প্রকাশ পাড়ুকোনও!

তাঁকে দেখে আজও কত জনের দিল ধক ধক! বেশ কয়েক প্রজন্মের হৃদয়ে দোলা। কারণ তিনি যে মাধুরী দীক্ষিত! যাঁর এক হাসিতে আজও ঘায়েল ভক্তহৃদয়। জানেন কি, মাধুরীর প্রেমে হাবুডুবু অনুরাগীর তালিকায় শামিল ছিলেন প্রকাশ পাড়ুকোনও! সে কথা ফাঁস করেন প্রাক্তন ব্যাডমিন্টন-তারকার অভিনেত্রী কন্যা দীপিকা পাড়ুকোন স্বয়ং!

Advertisement

১৭ অক্টোবর, ১৯৯৯। হৃদরোগ বিশেষজ্ঞ-শল্য চিকিৎসক ডা: শ্রীরাম নেনের গলায় মালা দিলেন ‘ধক ধক গার্ল’। সে খবর যে কত জনের যে হৃদয় ভেঙেছিল, হিসেব নেই। প্রকাশ নাকি মাধুরীর বিয়ের খবরে স্নানঘরে ঢুকে হাউ হাউ করে কেঁদেছিলেন। তা নিয়ে এখনও ঠাট্টায় মাতে গোটা পরিবার।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে মাধুরীর মুখোমুখি হয়েছিলেন দীপিকা। বাবার কান্নাকাটির গল্পটা হাসতে হাসতে দীপিকাই বলেছিলেন তাঁকে। ‘হম আপকে হ্যায় কৌন’-এর ‘নিশা’কে হাসতে হাসতেই ‘মস্তানি’ জানান, মাধুরীর বিয়ের খবর যে দিন প্রকাশ্যে এল, প্রকাশ সকালের কাগজ পড়া থামিয়ে স্নানঘরে ঢুকে গিয়েছিলেন দ্রুত। বেশ কিছু ক্ষণ পার হয়ে যেতে তাঁরা দরজায় ধাক্কা দিতে শুরু করেন। বাবা বেরিয়েছিলেন এক সময়ে। কেঁদে কেঁদে চোখ লাল। সেই দেখে দীপিকার মা নাকি অবাক হয়ে বলেছিলেন, ‘‘চোখ তো ফুলে ঢোল! ভিতরে বসে কাঁদছিলে নাকি?’’

Advertisement

দীপিকা মাধুরীকে বলেন, ‘‘তোমার প্রেমে পাগল ছিল বাবা। সারা দিন নিজের রুটিনে বুঁদ হয়ে চললেও তুমিই ছিলে বাবার অনুপ্রেরণা। যদিও সে কথা জানতে পেরেছি অনেক পরে।’’ সব শুনে ‘চন্দ্রমুখী’র গাল লজ্জায় রাঙা। কী বলবেন, হাসবেন না কাঁদবেন, তা নাকি বুঝেই উঠতে পারছিলেন না! গত ১০ জুন ৬৭ বছরে পা দিয়েছেন প্রকাশ। ‘এক দো তিন গার্ল’-এর প্রতি তাঁর ভালবাসা কি এখনও একই রকম? সে খবর অবশ্য মেলেনি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন