Entertainment News

রণবীরের সঙ্গে গোপন ছুটি, ক্যামেরা দেখেই বন্ধ করে দিলেন দীপিকা!

সম্প্রতি গোপনে দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছেন দীপিকা-রণবীর। ফ্লোরিডার রাস্তায় তাঁদের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৪:০৮
Share:

রণবীর-দীপিকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

রণবীর সিংহের সঙ্গে যে বিশেষ সম্পর্কে রয়েছেন দীপিকা পাড়ুকোন— তা ইতিমধ্যেই বলি মহলের প্রায় সকলেই জানেন। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। তবে তাঁদের বিভিন্ন আচরণে এই সত্যি বার বার সামনে এসেছে।

Advertisement

সম্প্রতি গোপনে দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছেন দীপিকা-রণবীর। ফ্লোরিডার রাস্তায় তাঁদের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে। কিন্তু তাঁদের কেউ ফ্রেমবন্দি করছেন বুঝতে পেরেই এগিয়ে এসে ক্যামেরা বন্ধ করে দেন দীপিকা। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দীপিকার এই আচরণে ক্ষুব্ধ দর্শকদের একটা বড় অংশ। প্রশ্ন উঠছে, সেলিব্রিটি বলেই কি তিনি এই আচরণ করতে পারেন? আবার অন্য দিকে প্রশ্ন উঠছে, তারকাদেরও তো ব্যক্তিগত জীবন রয়েছে। সব সময় ক্যামেরাবন্দি হওয়া তাঁরাই বা মেনে নেবেন কেন?

Advertisement

আরও পড়ুন, করিনা আমায় চুমু খাওয়া বন্ধ করে দিয়েছে, আক্ষেপ সইফের

বলি মহলে জল্পনা চলতি বছরের নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকারণবীর। বিরাট কোহালিঅনুষ্কা শর্মার মতো ইতালিকেই নাকি ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেছে নিয়েছেন তাঁরা। ইতালির লেক কোমোতে বসতে পারে দীপিকারণবীরের বিয়ের আসর। 😍😭 ________________________________ _______________________________

😍😭 ________________________________ _______________________________

বলি মহলে জল্পনা চলতি বছরের নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকারণবীর। বিরাট কোহালিঅনুষ্কা শর্মার মতো ইতালিকেই নাকি ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেছে নিয়েছেন তাঁরা। ইতালির লেক কোমোতে বসতে পারে দীপিকারণবীরের বিয়ের আসর। 😍😭 ________________________________ _______________________________

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement