অন্য ধারার ছবিতে

ছবিটা অনেকের কাছেই প্রথম পদক্ষেপ... এই প্রথম দেব এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করবেন। প্রথম বার দেবের সঙ্গে জুটি বাঁধছেন পাওলি দাম।

Advertisement
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০১:৫৭
Share:

দেব-পাওলি

ছবিটা অনেকের কাছেই প্রথম পদক্ষেপ... এই প্রথম দেব এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করবেন। প্রথম বার দেবের সঙ্গে জুটি বাঁধছেন পাওলি দাম। প্রযোজক অতনু রায়চৌধুরী ‘উইন্ডোজ়’-এর ঘর ছেড়ে নিজের প্রযোজনা সংস্থা শুরু করলেন। দেবের মতো তারকাও নতুন প্রযোজকের সঙ্গে কাজ করতে রাজি। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নিজস্ব সংস্থা ছাড়া আর কারও ব্যানারে পরিচালনা করবেন না। কিন্তু অতনুর প্রযোজনায় ‘সাঁঝবাতি’র নির্দেশনা দিচ্ছেন দু’জনে। ‘মাটি’র পরে লীনা-শৈবালের এটি দ্বিতীয় ছবি। জানালেন, ‘সাঁঝবাতি’ ছক ভাঙা সম্পর্কের গল্প। কিন্তু তাঁরা যে ধরনের গল্প বলায় বিশ্বাসী, তার সঙ্গে দেবকে মেলানো মুশকিল। ‘‘গল্পটা লেখার পরে মনে হয়েছিল, দেবকে চরিত্রটা মানাবে। মফস্‌সল থেকে শহরে আসা একটি ছেলে, যার সঙ্গে পাওলির দেখা হয়।’’ অর্পিতা চট্টোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement